Manmohan in Wheel Chair: সংসদে ভোটাভুটি পর্বে হুইল চেয়ারে মনমোহন সিং, তোপ পাল্টা তোপের টুইট যুদ্ধে কংগ্রেস-বিজেপি

দিল্লি পরিষেবা বিল নিয়ে গতকালই রাজ্যসভা উত্তাল ছিল। তারই মাঝে বিল ঘিরে চলে ভোটাভুটি পর্ব। ভোট পর্বে যোগ দিতে রাজ্যসভায় উপস্থিত হন কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অসুস্থ মনমোহন সিংকে হুইলচেয়ারে বসে উপস্থিত হতে দেখা যায় রাজ্যসভায়। মনোমোহন সিংয়ের সেই ছবি তুলে ধরে পোস্ট করে কংগ্রেস। তারপর পাল্টা পোস্ট আসে বিজেপির তরফে। এরপর আরও এক পোস্টে পবন খেরা বিজেপিকে টার্গেট করেন। এবার দেখা যাক, এই পোস্ট-যুদ্ধ কী নিয়ে।

কংগ্রেস তার টুইটে মনমোহন সিংয়ের হুইল চেয়ারে বসা ছবি পোস্ট করে, পাশে পার্দার আড়ালে নরেন্দ্র মোদীর মুখ দেখা যাচ্ছে, এমন একটি ছবিও পোস্ট করে। এই দুই ছবি পাশাপাশি রেখে কংগ্রেস ট্যাগলাইনে লেখে,’অখণ্ডতা বনাম পলয়ান’। এরপর মনমোহন সিংয়ের হুইল চেয়ারে বসে রাজ্যসভায় আসা নিয়ে কংগ্রেসকে তোপ দাগে বিজেপি। বিজেপি তার বার্তায় মনমোহন সিংকে এভাবে হুইল চেয়ারে রাজ্যসভায় আসতে দেখে লেখে,’দেশ মনে রাখবে কংগ্রেসের এই হতবুদ্ধি হওয়া।’ এরপর বিজেপি তার টুইটে লেখে, ‘রাতের দিকে কক্ষে কংগ্রেস এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁর স্বাস্থ্যের এমন এক স্থিতি যিনি হুইলচেয়ারে বসে রয়েছেন তাঁকে নিয়ে আসে, তাও আবার নিজেদের বেইমান জোটকে বাঁচিয়ে রাখার জন্য।’ বিজেপি লেখে এই ঘটনা ‘লজ্জাজনক’।

 

একচুল জমি না ছেড়ে এই ইস্যুতে পাল্টা তোপ দাগেন কংগ্রেসের পবন খেরা। তিনি একটি টুইট পোস্ট করেন এর পাল্টা হিসাবে। পবন খেরা সেখানে, অসুস্থ বাজপেয়ীর হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিতে আসার ছবি তুলে ধরেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা তাঁর টুইটে লেখেন, ‘ এই ছবি ২০০৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের। এই নির্বাচনে শ্রীমতি প্রতিভা পাতিল ৬৩৮১১৬ ভোট এবং শ্রী ভৈরন সিং শেখাওয়াত ৩৩১৩০৬ ভোট পান। ভোট দেওয়ার সময়, অটলজিকে তার হুইলচেয়ার ছেড়ে খুব কষ্টে ভিতরে যেতে হয়েছিল। তখন বিজেপি জানত ভৈরঁ সিংজি নির্বাচনে খারাপভাবে হেরে যাবেন কিন্তু তারপরও অটলজিকে আনা হয়েছিল। এটাকেও কি হতবুদ্ধি হওয়া বলবেন?’ উল্লেখ্য, এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাতের পারদ চড়েছে।