Rajya Sabha: স্যার ওরা কী যা তা বলছে আমাদের সম্পর্কে? আমরা নাকি পয়সা নিয়ে… পীযূষ গোয়েলের উপর চটে লাল ‘INDIA’ জোট

বিরোধী জোট ইন্ডিয়া। এবার সেই বিরোধী জোটের পক্ষ থেকে একেবারে দল বেঁধে লিডার অফ দ্য হাউজ পীযূষ গোয়েলের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হল।তাদের দাবি, তিনি বিরোধী জোটকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এনিয়ে তীব্র প্রতিবাদ করেন।

তিনি টুইট করে লিখেছেন, আজ দুপুর ১টার সময় ইন্ডিয়া পার্টির নেতারা রাজ্যসভায় পীযূষ গোয়েলের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এনেছেন। কারণ তিনি বিরোধীদের বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন।

তারপরেই অপর একটি টুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ইন্ডিয়া পার্টি বাকি দিনের জন্য রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছে। মণিপুর নিয়ে আলোচনার জন্য বার বার বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু এনিয়ে কোনও কর্ণপাত করছে না সরকার। সেকারণেই ওয়াক আউট করা হয়েছে।

 

এদিকে সেই সঙ্গেই উল্লেখ করা হয়েছে পীযূষ গোয়েল একটা ক্ষমা পর্যন্ত চাইলেন না। তিনি বার বার বিষয়টি এড়িয়ে গেলেন। তিনি ইন্ডিয়া পার্টির বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেটা মানা যায় না।

এদিকে ফের রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখা হয়। এদিকে পীযূষ গোয়েল আগেই জানিয়েছিলেন, কংগ্রেস আর তাদের একগুঁয়ে জোট সদস্যরা চিনের মিডিয়াকে সাপোর্ট করে, আর ষড়যন্ত্র তৈরি করছে। এটা একটা সিরিয়াস ব্যাপার। এই ইস্যুটা নিয়ে হাউসে আলোচনা করা প্রয়োজন। তিনি জানিয়েছেন, ওই একগুঁয়ে পার্টিগুলি একে অপরকে সহায়তা করছে। তাার দেশের বিরুদ্ধে নানা বিষয়ে ফান্ডিং করছে। রাহুল গান্ধীর সঙ্গে কমিউনিস্ট পার্টি আর চিনের কী সম্পর্ক? দেশ জানতে চায় ওরা কী ভারত আর চিন দুই দেশের পাশেই আছে?

তবে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানিয়েছেন, দয়া করে গোয়েলের বক্তব্যটা একটু যাচাই করে দেখুন। তিনি আমাদের বিশ্বাসঘাতক বলছেন। পয়সার বিনিময়ে আমরা নাকি এসব করি! স্যার এসব কী বলা হচ্ছে আমাদের সম্পর্কে? এরপর বিরোধীরা প্রতিবাদে মুখর হন। স্লোগান দিতে শুরু করেন তারা। এরপরই রাজ্যসভার অধিবেশন এদিন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।