বিশ্বকাপের নতুন সূচিতে বাংলাদেশের তিনটি ম্যাচে পরিবর্তন

ধর্মশালার পাহাড়বেষ্টিত শহরে আগামী ৭ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে কোনও পরিবর্তন না হলেও বাংলাদেশের তিনটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ভারত-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিরও দিন তারিখ পরিবর্তন করেছে আইসিসি। তবে সময়সূচি পাল্টানো ৯ ম্যাচের কোনোটির ভেন্যু পরিবর্তন হয়নি। শুধু দিন-তারিখ কিংবা সময়টা আগে-পিছে করা হয়েছে। 

১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল দিবা-রাত্রির। সেই ম্যাচটির সময় এগিয়ে আনা হয়েছে। ধর্মশালায় স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হবে। এছাড়া ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউ জিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচটাও একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনে ছিল। এখন হবে দিবা-রাত্রির। ১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। নতুন সূচিতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। দিনের আলোতেই দুই দল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে।

১০ অক্টোবর একটিই ম্যাচ ছিল। নতুন সূচিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি যুক্ত হয়েছে। অন্যদিকে, ১৩ অক্টোবর লখনউতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি এগিয়ে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বহুল প্রত্যাশিত ভারত ও পাকিস্তানের ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। একই ভেন্যুতে দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। 

১৫ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসব। এ জন্য আহমেদাবাদ পুলিশ একই দিনে ভারত-পাকিস্তানের ম্যাচে নিরাপত্তা জোরদার করা কঠিন হবে বলে লিখিতভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের ম্যাচের সূচিতে পরিবর্তন হয়েছে। অন্যদিকে, ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটিও সরে গেছে ১৫ অক্টোবরে। ১২ নভেম্বর কলকাতায় হওয়ার কথা ছিল ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। সেটি এগিয়ে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।