‘‌সাঁওতালি ভাষায় বিএড কলেজ হবে’‌, প্রচুর শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মমতা

আজ, বিশ্ব আদিবাসী দিবস। আর এই দিনেই সাঁওতালি, আদিবাসীদের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩টি জেলার ১৮টি ব্লকে আজ অনুষ্ঠান হচ্ছে আদিবাসী দিবসের। এই আবহে ৬০০ ছাত্রছাত্রীকে বি আর আম্বেদকর পুরষ্কার দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন তিনি। একইসঙ্গে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাঁওতালি ভাষাকে গুরুত্ব দেওয়া, বিএড কলেজ গড়ে তোলা এবং বিপুল শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি আদিবাসীদের উপর বিজেপির অত্যাচারের কথা তুলে ধরেন। তাঁর কথায়, ‘‌আমরা ভাষা নিয়ে কোনও নোংরা কথা বলছি না। কেউ কেউ বলছে। দলিত এবং আদিবাসীদের মুখে প্রস্রাব পর্যন্ত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এনকাউন্টার করা হচ্ছে। মনিপুর জ্বলছে। কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। এই সরকারের খাজনার থেকে বাজনা বেশি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব খেলা হবে। ওদের ভিক্ষা চাইতে যাব না। দিল্লি ঘেরাও হবেই।’‌

ঠিক কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী?‌ বাংলা ভাষা অন্যান্যদের উপর চাপিয়ে দেওয়া হবে বলে বিরোধীরা প্রচার করেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে বলেন, ‘‌কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। নিজের ইচ্ছেতেই ছাত্রছাত্রীরা তাদের ভাষা নির্বাচন করে পড়তে পারবে। তার জন্য থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আসা হয়েছে। যার যেটা মাতৃভাষা সেটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপর আর দুটি ভাষা তারা নিজেরা চিহ্নিত করে পড়তে পারবে। সাঁওতালিদের একটা দাবি ছিল। তাই তাদের জন্য এখন ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরি করছি স্কুল বোর্ডে। ঝাড়গ্রামের প্রত্যেক ব্লকে একটি করে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা হবে।’‌

আরও পড়ুন:‌ রাতভর নিখোঁজ আদিবাসী মহিলা, বর্ধমানের আউশগ্রামে সকালে মিলল রক্তাক্ত দেহ

সাঁওতালিদের জন্য আর কী ঘোষণা করলেন?‌ এখানেও তিনি কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী সাঁওতালিদের জন্য। তাঁর কথায়, ‘‌সরকারি অধীনস্থ বিএড কলেজ তৈরি করা হবে। ৮৪৪টি শিক্ষক পদ পূরণ করা হবে। আরও কাজ করতে হবে। ইংরেজদের ভারত ছাড়ো করা হয়েছিল। দুঃখের কথা, আমরা স্বাধীনতা চেয়েছিলাম। এমন একটা সরকার কেন্দ্রে চলছে যারা ১০০ দিনের কাজের টাকা এবং কাজ বন্ধ করে দিয়েছে। এখান থেকে টাকা তুলে নিয়ে যায় জিএসটি করে। আজকে তারা বাংলায় বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব লোকেদের পেনশন বন্ধ করে দিয়েছে। রাস্তা আমরা তৈরি করছি। কেন্দ্রের বঞ্চনার বিরদ্ধে আমরা বলছি, বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো। ওখানে থাকার অধিকার নেই।’‌