ABP Exclusive: ODI World Cup 2023 Tickets To Be Sold In 7 Rounds, Registration Starts August 15th Tickets Available From August 25th

সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) টিকিট বিক্রি নিয়ে বেনজির সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সাত দফায় বিক্রি করবে বিশ্বকাপের টিকিট। যার মধ্যে গ্রুপ পর্বে ভারতের ৯টি ম্যাচের টিকিট বিক্রি হবে ৫ দফায়।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে আইসিসি-র এক কর্তা এবিপি লাইভকে জানালেন, টিকিটের কালোবাজারি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতটি দিন ঘোষণা করা হয়েছে। সেই সাতদিন কোন কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে, সেটাও নির্ধারণ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ রয়েছে, ৫ দিনে তা বিক্রি করা হবে। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে একদিনে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে একদিন। কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।

আইসিসি-র ওই কর্তা বললেন, ‘নির্দিষ্ট একদিন সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হলে অসৎ মতলবে কেউ বা কারা প্রচুর টিকিট কিনে রেখে দিতে পারে। পরে তা বিক্রি করতে পারে চড়া দামে। এতে সাধারণ মানুষ বঞ্চিত হন। সেটা আটকাতেই সাত দফায় টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে।’

পাশাপাশি টিকিট কাটার আগে থেকে রেজিস্ট্রেশনও করিয়ে রাখা যাবে। ১৫ অগাস্ট থেকে অনলাইনে টিকিট রেজিস্ট্রেশন শুরু হবে। ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচের টিকিট কাটতে চান, অনলাইনে সেটা রেজিস্ট্রেশন করিয়ে রাখা যাবে। সেই ম্যাচের টিকিট বিক্রির সময় নোটিফিকেশন পাবেন রেজিস্ট্রেশন করিয়ে রাখা সমর্থকেরা। ২৫ অগাস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি।

রেজিস্ট্রেশন করতে হলে এই লিঙ্কে ক্লিক করুন

বুধবারই বিশ্বকাপের পরিবর্তির সূচি প্রকাশ করেছে আইসিসি। ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) দ্বৈরথ সহ মোট ৯টি ম্যাচের সূচি বদলানো হয়েছে। তারপরই টিকিট বিক্রি নিয়ে বড় ঘোষণা করেছে আইসিসি।

১৫ অক্টোবরের পরিবর্তে আমদাবাদে ভারত-পাক ম্যাচ হবে ১৪ অক্টোবর। কিন্তু সেই ম্যাচ দেখতে গেলে টিকিট বুক করার জন্য অপেক্ষা করতে হবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ অগাস্ট টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর, একদিনই।

আইসিসি সূত্রে খবর, ২৫ অগাস্ট ভারত ছাড়া বাকি সব দলের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে। সেদিনই বিশ্বকাপের মূল পর্বে ভারত ছাড়া অন্যান্য সব দেশের ম্যাচের টিকিটও বিক্রি হবে। গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট বিক্রি হবে ৩০ অগাস্ট।

ভারত-অস্ট্রেলিয়া, ভারত-আফগানিস্তান ও ভারত-বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি হবে ৩১ অগাস্ট। ভারত বনাম নিউজ়িল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ড ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি হবে ১ সেপ্টেম্বর। ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি হবে ২ সেপ্টেম্বর। ওইদিনই বেঙ্গালুরুতে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট বিক্রি হবে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে ১৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন: ABP Exclusive: ১৭ বছরেই ইতিহাস! পাহাড়চূড়ার দুর্গে ধ্যান করে অভ্রান্ত নিশানা অদিতির, স্বপ্ন দেখাচ্ছেন ওজাসও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial