Amit Shah on No Confidence motion: জনতার আস্থা মোদী সরকারের উপর, অনাস্থার জবাবে অমিত শাহ

সংসদে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। রাহুল গান্ধীর জ্বালাময়ী ভাষণ। মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে সামনে এসেছে রাহুলের ফ্লাইং কিস বিতর্ক। তবে এবার বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

সংসদে অমিত শাহ কী জবাব দিলেন জেনে নিন

অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রতি জনতার অনাস্থা নেই। এটা আসলে জনতাকে বিভ্রান্ত করা।

আমি পুরো ভাষণ ভালো করে শুনেছি। এটা জনতার ইচ্ছার প্রতিফলন নয়। এটা শুধু বিভ্রান্তি করার জন্য করা হচ্ছে। 

ভোট করার হলে করুন। জনতার বিশ্বাস তো রয়েছে আমাদের উপর। দেশের ৬০ কোটি মানুষের কল্যাণের কাজ করছেন নরেন্দ্র মোদী। কোথাও জনতার আস্থায় চিড় ধরেনি।

এই সরকার পুরো দেশকে বলতে চাইছে স্বাধীনতার পরে কোনও সরকারের প্রতি যদি মানুষের বিশ্বাস থাকে তবে সেটা মোদী সরকারের উপর।

দুদুবার এই সরকারকে পুরো জনমতের ভিত্তি নির্বাচিত করা হয়েছে।

যদি কেউ লোকপ্রিয় প্রধানমন্ত্রী থাকেন তবে তিনি নরেন্দ্র মোদী। একটা ছুটি না নিয়েও ১৭ ঘণ্টা কাজ করেন মোদী। 

ইউএপিএ সরকারের অনাস্থা থেকে বাঁচার জন্য লোকসভা নিয়ম, পরম্পরাকে জলাঞ্জলি দিয়ে কাজ করেছিল। কোটি টাকা দিয়ে কংগ্রেস সেই সময় সরকার বাঁচিয়েছিল। তবে প্রধানমন্ত্রী অটলজী একটা সময় বলেছিলেন সংসদ যা চায় সেটাই হবে। তবে আমরা সেই সময় কি কংগ্রেসের পথে বাঁচাতে পারতাম না? কিন্তু সেটা আমরা করিনি। আসলে অনাস্থা এলে বোঝা যায় শরিক দলের ভূমিকা কী? 

আমাদের যেন তেন প্রকারেন আমরা সরকার বাঁচানোর জন্য নই। আমরা জনমত কিনি না। 

অমিত শাহ বলেন, ধৈর্য্য রাখুন এটা তো শুধু ট্রেলার। আরও শুনতে হবে। 

১১ কোটি পরিবারের কাছে শৌচালয় ছিল না। সেই যন্ত্রণা মুছিয়ে দিয়েছে মোদী সরকার। 

আমরা কারোর ঋণ মকুবে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যাতে তাদের ঋণ নিতে না হয়। আমরা কৃষকের পরিস্থিতি নিয়ে সমীক্ষা করেছি। মোদীজি গোটা জীবনের জন্য কৃষকের ঋণমুক্ত করে দিয়েছি। কংগ্রসের মতো ঋণ মকুবের ললিপপ দিইনি।

মোদীজি ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা করে দিয়েছেন ভারতের মানুষের। আমরা জনধন যোজনা করেছি। নীতীশজি শুনে রাখুন। আপনারা শুধু বলেই গেলেন। কাজ করলেন না। প

করোনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও সমস্ত মানুষ একযোগে কাজ করেছেন। রাহুলজী, অখিলেশজী বার বার বলতেন মোদী ভ্যাকসিন। মোদী সরকার বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে গোটা দেশকে করোনা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। 

‘আপনাদের অবিশ্বাস থাকতে পারে, দেশের জনতার বিশ্বাস মোদী সরকারের উপর’।

এই সংসদে থাকা এক নেতাকে ১৩ বার লঞ্চিং করা হয়েছিল। প্রতিবারই তিনি ব্যর্থ করেছেন। তিনি কলাবতীর বাড়িতে খেতে গিয়েছিলেন। কিন্তু কলাবতীর জন্য তিনি কী করলেন? তাঁর পরিবারের কল্য়াণের সব কাজ করেছে মোদী সরকারই। সেই কলাবতীর পরিবারেরও আস্থা মোদী সরকারের প্রতি। 

মোদী আবার প্রধানমন্ত্রী হবেন। গোটা বিশ্বের আস্থা ভারতের উপর। আগামী ৫ বছরে ভারত বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট জায়গায় চলে যাবে।