Bharat Jodo Yatra second part: আসছে ‘ভারত জোড়ো যাত্রা ২.০’! এবার রাহুলের গন্তব্য মণিপুর, পথ চলা শুরু হবে কোথা থেকে?

ফের একবার ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে এগোতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সদ্য দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি মোদী পদবী মানহানি মামলায় খানিক স্বস্তি পেয়েছেন। ফিরে পেয়েছেন তাঁর সাংসদ পদ। এদিকে, মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে জানিয়ে দিলেন যে, এবার রাহুল গান্ধী বের হতে চলেছেন ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় ভাগ নিয়ে। 

মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে জানিয়েছেন, রাহুল গান্ধী এবার তাঁর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন। তিনি বলেন, ‘দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা শুরু হতে চলেছে গুজরাট থেকে মেঘালয় পর্যন্ত।’ এদিকে তারই সঙ্গে সমান্তরালভাবে কংগ্রেস নেতারা রাজ্যের বিভিন্ন জায়গায় আলাদা করে পার্টিগত মিছিল শুরু করবেন। উল্লেখ্য, জাতিগত হিংসায় মণিপুর এই মুহূর্তে জ্বলছে। যা ঘিরে তোলপাড় গোটা দেশ। দিল্লিতে সংসদে মণিপুর ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা কার্যত ঝড় তুলেছে। এদিকে, সুপ্রিম কোর্টের তরফেও মণিপুর ইস্যুতে একটি কমিটি গড়ার কথা বলা হয়েছে। যে কমিটি শুধু মণিপুরে দায়ের হওয়া মামলার তদন্তের গতিবিধিই দেখবে না, সঙ্গে ত্রাণ সম্পর্কিত দিকও দেখভাল করবে। এদিকে, মহারাষ্ট্র, যে রাজ্য থেকে রাহুল তার ‘ভারত জোড়ো যাত্রা ২.০’ শুরু করতে চলেছেন, সেই মহারাষ্ট্রে সদ্য কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে পক্ষের শিবসেনা, এনসিপির মহাআঘাড়ি সরকার গদিচ্যূত হয়েছে। ফলে মহারাষ্ট্রে কংগ্রেসের জোর বাড়ানো ইতিমধ্যেই রাহুলদের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে রাহুল আগেও দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে গিয়েছেন। আর তাঁর মণিপুর যাত্রা ঘিরেও একাধিক ঘটনা শিরোনাম কেড়েছিল। এরপর ‘ভারত জোড়ো ২’ যাত্রা কালে  কী ঘটতে চলেছে, তা নিয়ে রয়েছে জল্পনা।

( Modi to BJP MPs: অনাস্থা ডিবেট-এ বিজেপি সাংসদের ‘ছক্কা হাঁকানো’র বার্তা মোদীর! গেরুয়া শিবিরে তুঙ্গে প্রস্তুতি)

(Video: ‘তৃণমূল আর কমিউনিস্ট পার্টি যদি একমঞ্চে থাকে, তাহলে তা কোন আদর্শে?’ প্রশ্ন শাহের)

উল্লেখ্য, ‘ভারত জোড়ো যাত্রা ১’ এর সময় রাহুল গান্ধী ৪ হাজার কিলোমিটার হেঁটেছিলেন। সেবার যাত্রা ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। গত বছর সেপ্টেম্বর মাসে রাহুল গান্ধী এই ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন। সেপ্টেম্বরের ৭ তারিখ শুরু হওয়া এই যাত্রা, শেষ হয় জানুয়ারি মাসের ৩০ তারিখ। ১২ টি রাজ্য ও ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই যাত্রা হয়। আর তার জন্য লেগেছিল ১৩০ দিন।