Ind vs Pak Hockey: প্রতিপক্ষের হুঙ্কারই সার! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

<p><strong>চেন্নাই:&nbsp;</strong>ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও।</p>
<p>ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীত সিংহরা। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করে দিল ভারত।</p>
<p>ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায়, প্রথম কোয়ার্টারে প্রথম বিপক্ষের সার্কলে ঢুকে পড়ে ভারতই। হার্দিক সিংহের এরিয়ান বল পান শামসের সিংহ। কোনওমতে বিপদ এড়ায় পাকিস্তান। এরপরই পাকিস্তান একটি গোল করে। যদিও ভারত রিভিউ নেওয়ার পর সেই গোল বাতিল হয়। একটি পেনাল্টি কর্নার পায় পাক দল। ভারতের গোলকিপার কৃষ্ণণ বাহাদুর পাঠক গোল বাঁচিয়ে দেন।&nbsp;</p>
<p>কিন্তু গোলের গন্ধ পেয়ে যেন তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পাক দল। বারবার ভারতের ডি-তে ঢুকে আক্রমণ শানাচ্ছিল পাকিস্তান। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। প্রথম কোয়ার্টার শেষ হয় ভারতের পক্ষে ১-০ ব্যবধানে।</p>
<p>পাকিস্তানের অধিনায়ক উমর ভুট্টো গ্রিন কার্ড দেখেন। তাই দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তান একজন খেলোয়াড় কম নিয়ে শুরু করে। গোল শোধ করতে মরিয়া হয়ে খেলা শুরু করে পাক দল। তবে রক্ষণ মজবুত রেকেছিল ভারত। যে কারণে প্রতিপক্ষের যাবতীয় আক্রমণ প্রতিহত হয়ে যেতে থাকে।</p>
<p>২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। গোলদাতা, ফের অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকেই ফের গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ২-০। তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। জোরাল শট থেকে গোল করেন যুগরাজ সিংহ। ভারত এগিয়ে যায় ৩-০।</p>
<p>৩৯ মিনিটের মাথায় চতুর্থ গোল করে ভারত। কিন্তু ভিডিও রেফারেল নিয়ে তা বাতিল করেন আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে, ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল ভারতের। গোল করেন আকাশদীপ সিংহ। ৪-০ গোলে ম্যাচ শেষ হয়। পাকিস্তান এই হারের ফলে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নিল। সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সেখানে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="ABP Exclusive: ১৭ বছরেই ইতিহাস! পাহাড়চূড়ার দুর্গে ধ্যান করে অভ্রান্ত নিশানা অদিতির, স্বপ্ন দেখাচ্ছেন ওজাসও" href="https://bengali.abplive.com/sports/archery-exclusive-meditation-at-samadhi-of-sant-ramdas-at-sajjangad-fort-makes-aditi-gopichand-swami-and-ojas-deotale-better-archers-coach-praveen-sawant-tells-abp-live-999805" target="_self">ABP Exclusive: ১৭ বছরেই ইতিহাস! পাহাড়চূড়ার দুর্গে ধ্যান করে অভ্রান্ত নিশানা অদিতির, স্বপ্ন দেখাচ্ছেন ওজাসও</a></strong></p>
<p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন</strong></p>
<p><a href="https://t.me/abpanandaofficial" rel="nofollow"><strong>https://t.me/abpanandaofficial</strong></a></p>