অধিনায়কত্বের প্রশ্নে লিটন যা বললেন

বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। তার আগে বাংলাদেশ খেলবে এশিয়া কাপ। যা শুরু হবে চলতি মাসের ৩০ তারিখ। কিন্তু এর আগে বাংলাদেশের ক্রিকেটের হ-য-ব-র-ল অবস্থা। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। এমনকি ওয়ানডে অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তিনি। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিসিবি নতুন অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি। সাকিব আল হাসানের সঙ্গে নতুন অধিনায়কের তালিকায়ে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। 

এমন আলোচনার মধ্যে অধিনায়কত্ব প্রসঙ্গে সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন লিটন। বৃহস্পতিবার রাজধানীর পাঁচতারকা হোটেলে একটি অনুষ্ঠানে ‘অধিনায়কত্ব’ নিয়ে প্রশ্ন এলে এই উইকেটরক্ষক বলেছেন, ‘আমি বলার চেয়ে বোর্ড থেকে জবাব পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনও ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডে চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’

এসময় লিটনের কথাতে মেলে অধিনায়কত্বের ইঙ্গিত। কিছুটা ধোঁয়াশা রেখে বলেছেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসের (নেতৃত্ব) জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো।’

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন। আছে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পছন্দের তালিকায় লিটন যে আছেন, সেটি আগেই জানিয়েছিলেন তিনি, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু ইস্যু হচ্ছে দ্বিপাক্ষিক খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা অন্য জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয়। বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে, সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে একটা (সিদ্ধান্ত) নিতে চাচ্ছি না। এজন্য আমরা সবার সঙ্গে কথা বলে যেটা ভালো মনে হয়, ওরকম কিছুই করবো।’

এদিকে, বৃহস্পতিবার দুপুরে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহের সঙ্গে বৈঠকে ছিলেন প্রাধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। রাতে বিসিবি সভাপতির সঙ্গেও হাথুরুসিংহের বৈঠকের কথা রয়েছে। সব আলোচনা শেষে ঘোষণা হবে অধিনায়কের নাম। সেটি শুক্রবার না হলেও শনিবার হতেই হবে। কেননা সেদিনই এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন।