গুলশানে র‍্যাবের অভিযান, পাজেরো গাড়ি ও ৪৪৬ বোতল মদ জব্দ

রাজধানীসহ দেশের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে বিদেশি মদ ও মাদক সরবরাহের অভিযোগে মো. আব্দুল্লাহ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। বুধবার (৯ আগস্ট) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ৪৪৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো গাড়ি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, গুলশান-১ থেকে তেজগাঁও লিংক রোডের নিকেতন-২ নম্বর গেটে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তার আগে গাড়িতে চালকসহ আরও তিনজন তাদের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রটি মাদক সরবরাহ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরও দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেসব জায়গা থেকে তারা বিদেশি মদ সংগ্রহ করতো ও কোথায় সরবরাহ করতো– এসব তথ্য উপাত্ত অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।