বোর্ড গঠন করে পঞ্চায়েত কার্যালয় থেকে বেরোতেই BJP-র প্রধানকে তুলে নিয়ে গেল তৃণমূল

এবার বোর্ড গঠনের পরই বিজেপির পঞ্চায়েত প্রধানকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার ধুবুলিয়ায়। অভিযোগ ধুবুলিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম সরকারকে অপহরণ করেছে পুলিশ ও তৃণমূল। গোটা অপারেশন পরিচালনা করেছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অপহৃত প্রধানকে ফেরত দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ ৩৪ নম্বর জাতীয়সড়ক অবরোধ করে রাখে বিজেপি।

বৃহস্পতিবার ধুবুলিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। ২১ আসনের পঞ্চায়েতে ১১ আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন বিজেপির গৌতম সরকার। বোর্ড গঠন করে বেরনোর সঙ্গে সঙ্গে তৃণমূলি দুষ্কৃতীরা পুলিশের সাহায্যে গৌতমবাবুকে অপহরণ করে বলে অভিযোগ। তাঁকে অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছে তাঁরা।

এই ঘটনায় এলাকায় মুহূর্তে উত্তেজনা ছড়ায়। বিজেপি সমর্থকরা পালটা বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণের মধ্যে টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা।

বিজেপি নেতা মহাদেব সাহা বলেন, আমাদের বোর্ড গঠনের পর তৃণমূলের হার্মাদরা আমাদের প্রধানকে অপহরণ করে নিয়ে গিয়েছে। পুলিশের সাহায্যে অপহরণ করেছে ওরা। প্রধানকে উদ্ধার করতে পুলিশ নির্বিকার। যতক্ষণ না প্রধান ফেরত আসছেন ততক্ষণ অবরোধ চলবে।