Fire At Eden Gardens: CAB Officials Investigating If There Is Any Sabotage, Security To Get Tightened At Night Ahead Of ODI World Cup 2023

সন্দীপ সরকার, কলকাতা: ড্রেসিংরুমে বসানো হয়েছে সওনা (Sauna Bath)। সেটা চালু করে দেখা হচ্ছিল। অথচ সেটি স্যুইচ অফ করতে ভুলে যাওয়াতেই বিপত্তি। অত্যাধিক গরম হয়ে গিয়ে আগুন লেগে যায়। পাশে রাখা কিছু তোয়ালেতে তা ছড়িয়ে পড়ে।

বুধবার মধ্যরাতে ইডেনের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে এই তত্ত্বই উঠে আসছে সিএবি (CAB) কর্তাদের নোটবুকে। পাশাপাশি অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হবে বলে জানালেন সিএবি সচিব নরেশ ওঝা। ইডেন গার্ডেন্সে রাতের নিরাপত্তায় আরও জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর দু মাসও বাকি নেই। সাজ সাজ রব ইডেন জুড়ে। বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। যার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো মহারণ যেমন রয়েছে, তেমনই রয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড কিংবা পাকিস্তান বনাম বাংলাদেশের মতো আকর্ষণীয় কয়েকটি ম্যাচ। তার আগে নবরূপে সেজে উঠছে ইডেন। গোটা স্টেডিয়ামকে নতুন আদল দিচ্ছে সিএবি। প্রেস বক্স, কর্পোরেট বক্স, ক্লাব হাউস, ক্রিকেটারদের ড্রেসিংরুম, শৌচালয়ের আমূল সংস্কার করা হচ্ছে। যোগ করা হচ্ছে অত্যাধুনিক ব্যবস্থাপনা।

তবে সংস্কার কাজের তাল কেটেছে বুধবার গভীর রাতে। ইডেনের ড্রেসিংরুমে আচমকাই আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটানস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিস্ত্রিদের কাজ চলায় এমনিতে খুব একটা জিনিসপত্র এই মুহূর্তে নেই ড্রেসিংরুমে। তারপরেও ফলস সিলিংয়ের একাংশ, কিছু সরঞ্জাম পুড়ে গিয়েছে বলেই খবর।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি লাইভকে বলছিলেন, ‘সওনা থেকে আগুন লেগেছিল বলেই আমাদের অনুমান। সেরকম কোনও ক্ষতি হয়নি। কাজ সময়েই শেষ হবে।’

কিন্তু বিশ্বকাপের ঠিক আগে অগ্নিকাণ্ডের নেপথ্যে যে অন্তর্ঘাত থাকতে পারে, উড়িয়ে দিচ্ছে না সিএবি-র একাংশ। এর আগে ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ার সময়ও অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল। সিএবি সচিব নরেশ ওঝা বলছেন, ‘সওনা বন্ধ করতে ভুলে যাওয়াতেই আগুন ধরে গিয়েছিল। তবে আমরা সব দিকই খতিয়ে দেখব। অন্তর্ঘাত হয়েছে কি না, তা নিয়েও আলোচনা করা হবে। আমরা রাতের নিরাপত্তা আরও বাড়িয়ে দেব।’

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংস্কার কাজ সম্পূর্ণ করতে হবে সিএবিকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের পরিদর্শনে আসবে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। তার আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ সিএবি।

আরও পড়ুন: World Cup 2023 Exclusive: বেনজির সিদ্ধান্ত, ৭ দফায় বিক্রি হবে বিশ্বকাপের টিকিট! ভারত-পাক মহারণের টিকিট ৩ সেপ্টেম্বর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial