Kolkata Eden Gardens Fire At Away Dressing Room Several Things Gutted Before World Cup

কলকাতা : কয়েক মাস পরেই বিশ্বকাপের (World Cup 2023) মেগা আসর। আর তার আগে দুর্ঘটনা ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। অ্যাওয়ে ড্রেসিংরুমে আগুন লেগে তা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। দমকল সূত্রে খবর, রাত ১২ টা নাগাদ আগুন লেগেছিল। ক্রিকেটের নন্দন কাননের একতলায় অ্যাওয়ে ড্রেসিং রুমের (Away Dressing Room) স্টিম রুমে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে খবর।

অ্যাওয়ে ড্রেসিংরুম থেকে ধোঁয়া বেরোতে দেখতে পেয়ে দমকলে খোঁজ দেন ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজে যুক্ত কর্মীরা। যারপরই কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় দমকল। ৩ টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যাচ্ছে, ফলস সিলিং সহ অ্যাওয়ে ড্রেসিংরুমের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন কীভাবে লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

আর কয়েকমাস পরেই ভারতের মাটিতে বসতে চলেছে  বিশ্বকাপ ক্রিকেটের আসর। ম্যাচ আয়োজিত হবে ইডেন গার্ডেন্সেও। সেমিফাইনাল সহ বিশ্বকাপের ৫ ম্যাচ হবে ইডেনে। গতকালই ম্যাচ আয়োজনের প্রেক্ষিতে স্বস্তি পেয়েছিলেন সিএবি কর্তারাও। কারণ, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কালীপুজোর দিন পড়েছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ। যা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। কালীপুজোর দিন নিরাপত্তার আয়োজন করতে পারবে না বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। তাই সেই ম্যাচের সূচি বদলের আর্জি জানিয়েছিল সিএবি। বুধবার জানানো হয়, ১২ নভেম্বরের সেই ম্য়াচের সূচিও পাল্টে গিয়েছে। কালীপুজোর আগের দিন, অর্থাৎ ১১ নভেম্বর হবে ইডেনের ম্যাচ। সেই সঙ্গে বদলে দেওয়া হয়েছে আরও ৭টি ম্যাচের সূচি। সব মিলিয়ে মোট ৯ টি ম্যাচের সূচি বদলের কথা ঘোষণা করল আইসিসি।

১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আসর বসবে ইডেন গার্ডেন্সে। আর তার আগে গ্রুপপর্যায়ের মোট চারটি ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। যার মধ্যে পাকিস্তান খেলবে জোড়া ম্যাচে। তাছাড়া বাংলাদেশেরও দু’টি ম্যাচও রয়েছে। ২৮ অক্টোবর শাকিব আল হাসান, লিটন দাসরা কোয়ালিফায়ার ১ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলের সঙ্গে ম্যাচ খেলবে। গ্রুপপর্যায়ে ভারতের একটি ম্যাচ ইডেনে। ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলবে ইডেনে। পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশের ডুয়েলও হবে ইডেনে। ৩১ অক্টোবর যে ম্যাচ। 

আরও পড়ুন- বিশ্বকাপের ৯ ম্যাচের সূচি পরিবর্তন, ইস্টবেঙ্গলের জয়, হকিতে পাক-বধ, খেলার দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial