PM Modi Speech LIVE: মোদীর জন্যই আনা হয়েছে অনাস্থা প্রস্তাব, ব্যাখ্যা অধীরের

PM Narendra Modi No Confidence Motion Speech Live Updates: অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মোদী কী বলেন, সেদিকে নজর আছে রাজনৈতিক মহলের। বিশেষত বিরোধীরা স্বীকার করে নিয়েছেন যে সরকার ফেলার মতো তাঁদের হাতে সংখ্যা নেই। স্রেফ মণিপুর নিয়ে মোদী যাতে সংসদে মুখ খোলেন, সেজন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। সেই পরিস্থিতিতে মোদী কী বলছেন, তার টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে –

10 Aug 2023, 03:43:17 PM IST

PM Modi Speech LIVE: হার জেনেও কেন মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব? ব্যাখ্যা অধীরের

নরেন্দ্র মোদী সরকারকে ফেলার মতো সংখ্যা নেই। তারপরও কেন অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, তা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর দাবি, মণিপুর নিয়ে সংসদে মুখ খুলছিলেন না মোদী। তাই সংসদে যাতে মণিপুর নিয়ে মুখ খোলেন মোদী, সেজন্য অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে।

10 Aug 2023, 03:31:29 PM IST

PM Modi Speech LIVE: অধীরকে ক্ষমা চাইতে হবে মোদীর কাছে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

অধীর চৌধুরীর মন্তব্যের প্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ওই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে। ওঁনাকে ক্ষমা চাইতে হবে।’ ইতিমধ্যে অধীরের মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

10 Aug 2023, 03:23:35 PM IST

PM Modi No Confidence Motion Speech LIVE: লোকসভায় আসতেই মোদীকে বেনজির আক্রমণ অধীরের, চটলেন শাহ

লোকসভায় আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর। তা নিয়ে তুমুল ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিয়ম তুলে ধরে অধীরের বক্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি তোলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তারপর লোকসভার স্পিকার ওম বিড়লা জানান যে অধীরের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে।

10 Aug 2023, 03:23:35 PM IST

PM Modi No Confidence Motion Speech LIVE: লোকসভায় এসে গিয়েছেন মোদী

অধীর চৌধুরীর ভাষণের মধ্যেই লোকসভায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন আসেন, তখন ‘মোদী, মোদী’ এবং ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগানের লড়াই শুরু হয়। আজ অনাস্থা প্রস্তাব নিয়ে জবাব দেবেন মোদী। তারইমধ্যে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর।

10 Aug 2023, 03:23:35 PM IST

PM Modi No Confidence Motion Speech LIVE: আজ অনাস্থা প্রস্তাব নিয়ে ভাষণ দেবেন মোদী

অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মোদী কী বলেন, সেদিকে নজর আছে রাজনৈতিক মহলের। বিশেষত বিরোধীরা স্বীকার করে নিয়েছেন যে সরকার ফেলার মতো তাঁদের হাতে সংখ্যা নেই। স্রেফ মণিপুর নিয়ে মোদী যাতে সংসদে মুখ খোলেন, সেজন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।