WhatsApp New feature: হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল, শেয়ার করতে পারবেন ফোনের স্ক্রিন, এল নয়া ফিচার, জানুন কায়দাটা

হোয়াটস অ্যাপে এবার নয়া ফিচার। মেটা সিইও মার্ক জুকেরবার্গ এই নয়া ফিচারের কথা ঘোষণা করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, এবার হোয়াটস অ্যাপে কল করার সময় আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন।

এবার জেনে নিন কীভাবে আপনি এই নয়া ফিচারটা কার্যকরী করতে পারবেন?

একেবারে রিয়েল টাইম স্ক্রিন শেয়ার করা সম্ভব এবার। মানে হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল করার সময় আপনি ইচ্ছা হলে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। কোম্পানির স্টেটমেন্ট অনুসারে জানা গিয়েছে, শেয়ার অপশনে ক্লিক করলেই আপনি এই সুবিধাটা পাবেন। তবে আপনি গোটা স্ক্রিনটা শেয়ার করতে চাইছেন নাকি একটি স্পেসিফিক অ্যাপকে শেয়ার করতে চাইছেন সেটাও নির্দিষ্ট করা যাবে।

কোম্পানির দাবি, এর মাধ্যমে আপনি হরেক রকম সুবিধা পাবেন। যেমন আপনি কাজের ডকুমেন্ট শেয়ার করতে পারবেন, আপনার পরিবারের সঙ্গে অ্যালবাম শেয়ার করতে পারবেন। ধরুন আপনি বন্ধুর সঙ্গে বেড়াতে যাবেন তার আগে বেড়াতে যাওয়ার সেই জায়গার ছবি শেয়ার অনলাইনে হোয়াটস অ্যাপ কল করার সময়ই শেয়ার করতে পারবেন। ভিডিয়ো কল করার সময় এই স্ক্রিন শেয়ার আগে শুধুমাত্র হোয়াটস অ্যাপ বেটা টেস্টারদের জন্য বরাদ্দ ছিল। এখন সেটা সমস্ত হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।

কীভাবে এই স্ক্রিন শেয়ার করবেন?

হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল করার সময় শেয়ার আইকনে যাবেন। এটা চেপে ধরলে আপনাকে স্ক্রিন শেয়ারের অনুমতির জন্য অনুরোধ করবে। তবে এই নতুন ফিচারে ব্যবহারকারীরা গোটা স্ক্রিন বা একটি নির্দিষ্ট অ্যাপকে সিলেক্ট করতে পারবে। সেই সঙ্গেই ল্যান্ডস্কেপ মোডেও এবার থেকে ভিডিয়ো কল করা যাবে। এতে আপনি ভিডিয়ো কলে আরও বেশি জায়গা নিয়ে দেখতে পারবেন।