দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ

সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ফেসবুকে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে লেখালেখি করায় দলীয় নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রবাল চৌধুরী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে দাঁড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রবালকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা নিয়ে রাত ১০টার দিকে বাসায় ফেরেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। শব্দ পেয়ে বাসা থেকে বের হওয়ার পরই ছাত্রলীগ নেতাকর্মীরা প্রবাল চৌধুরীর ওপর হামলা চালান। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হন প্রবাল চৌধুরী।

এ বিষয়ে অ্যাডভোকেট প্রবাল চৌধুরী বলেন, সম্প্রতি আমার ফেসবুক আইডিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে লেখালেখির পাশাপাশি চিনি চোরাচালান নিয়ে কয়েকটি পোস্ট দিই। এসব পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে হুমকি দিয়ে আসছিলেন। আজ রাতে জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় হামলায় নেতৃত্ব দেন।

তবে হামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ। তারা জানান, তাদের কমিটির বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হামলার অভিযোগ সত্য নয়।

সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রথমে শুনেছি ছাত্রদলের দুই পক্ষের মারামারি হয়েছে। পরে শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মারামারি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।