সূর্যোদয়ের দেশকে আঁধারে ডুবিয়ে সুইডিশরা সেমিফাইনালে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে মহিলাদের বিশ্বকাপ (FIFA Women’s World Cup 2023) একেবারে অন্তিম লগ্নে। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণ চলছে একসঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডে (Australia and New Zealand)। শুক্রবার থেকে শুরু হয়েছে নকআউটের লড়াই। দিনের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে শেষ হাসি হেসেছে স্পেন। সালমা পারায়ুয়েলোর অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে গিয়েছে স্পেন। তারা ডাচদের হারিয়েছে ২-১ গোলে। 

আরও পড়ুন: FIFA Women’s World Cup 2023: এক্সট্রা টাইমের স্টার! টিনএজ প্যারায়ুয়েলোর স্ট্রাইকে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

অকল্যান্ডের ইডেন পার্কে দিনের দ্বিতীয় শেষ আটের ম্যাচ খেলতে নেমেছিল অপ্রতিরোধ্য জাপান ও সুইডেন। তবে  সূর্যোদয়ের দেশকে আঁধারে ডুবিয়ে সুইডিশরা চলে গেল সেমিফাইনালে! ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বলেছিলেন যে, নীল সামুরাইদের এবার আটকানো সম্ভব নয়। কিন্তু জাপানের চাকাই বসে গেল এবার। সুইডিশরা ২-১ গোলে জাপানকে হারিয়ে স্পেনের সঙ্গে খেলবে সেমিফাইনাল। জাপান বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে, এবার বিশ্বকাপ দেখবে নতুন এক চ্যাম্পিয়নকে।

চলতি মহিলাদের ফুটবল বিশ্বকাপে জাপানের ফুটবল দেখে চমকে গিয়েছিল সকলে। গ্রুপ লিগে জাপানিরা কোনও গোল না খেয়ে ১১টা গোল করেছিল। জয়ের হ্যাটট্রিক করেছিল তারা। এমনকী সেমিফাইনালিস্ট স্পেনকে চার গোলের মালা পরিয়েছিল জাপান।আমেরিকার মতো সর্বোচ্চ বারের, চ্যাম্পিয়ন দেশকে মাটি ধরিয়ে শেষ আটে  উঠেছিল সুইডেন, ইডেন পার্কে ম্যাচের ৮৭ মিনিটি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারাই। এরপর জাপান ব্যবধান কমায়। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তার আগেই সুইডিশরা শেষ চারের টিকিট পাকা করে ফেলেছিল। 

আগামিকাল নকআউটের বাকি দুই ম্যাচ। ব্রিসবেনের ল্যাং পার্কে প্রথম ম্য়াচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফ্রান্স। ভারতীয় সময়ে খেলা দুপুর ১২টা ৩০মিনিটে। অজিরা ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে খেলছে শেষ চার। অন্যদিকে ফরাসিরা ৪-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ ষোলোতে। দ্বিতীয় ম্যাচে খেলবে ইংল্যান্ড ও কলম্বিয়া। ভারতীয় সময়ে খেলা বিকেল চারটের সময়। ইংল্যান্ড পেনাল্টিতে নাইজেরিয়াকে ৪-২ হারিয়ে এসেছে শেষ চারে, অন্যদিকে কলম্বিয়া ১-০ গোলে জামাইকাকে হারিয়েছে শেষ ষোলোয়।

আরও পড়ুন: Womens World Cup 2023: জিতলে কত টাকা পাবেন চ্যাম্পিয়নরা? হেরেও রানার্সদের পকেটে ঢুকবে বিরাট অঙ্ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)