Birbhum: দফতর থেকে মমতার ছবি সরিয়ে ভারত মাতার ছবি টাঙানোয় BJPর প্রধানকে খুনের হুমকি TMCর

পঞ্চায়েত দখলের পর প্রধানের ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর উদ্যোগ নেওয়ায় প্রধানকে পঞ্চায়েত দফতরে ঢুকে খুনের হুমকি দিল তৃণমূল। শুক্রবার সিউড়ির করিধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই ঘটনায় আতঙ্কিত বিজেপির নবনির্বাচিত প্রধান নাবেদা দত্ত। যদিও ঘটনার দায় নিতে রাজি নয় তৃণমূল।

বৃহস্পতিবার করিধ্যা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। শুক্রবার প্রধানসহ দলীয় সদস্যরা ‘ভারত মাতার ছবি’সহ মিছিল করে পঞ্চায়েত দফতরে পৌঁছন। পঞ্চায়েত দফতরে প্রধানের মাথার ওপরে টাঙানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই ছবি সরিয়ে সেখানে ভারতমাতার ছবি টাঙানোর উদ্যোগ নেন তাঁরা। এই খবর পেয়ে পঞ্চায়েত দফতরে এসে হাজির হন তৃণমূল কর্মীরা। কিছুতেই প্রধানের ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো যাবে না বলে বিক্ষোভ দেখাতে থাকে তারা। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন প্রধানসহ অন্যান্য বিজেপি সদস্যরা। শেষে এক তৃণমূল কর্মীকে হুমকি দিতে শোনা যায়, ‘বাইরে বেরোলে একদম গুলি করে দেব’।

এই ঘটনায় আতঙ্কিত প্রধানসহ বিজেপির সদস্যরা। নিরাপত্তার অভাবে ভুগছেন তাঁরা। প্রধান নাবেদা দত্ত বলেন, আমরা ভারতমাতার ছবি মাথার ওপর রেখে পঞ্চায়েত চালাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অন্য ঘরে থাকবে। কিন্তু তৃণমূল এখানেও গা-জোয়ারি করছে।

ঘটনার দায় অস্বীকার করে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, কে কী বলেছে জানি না। এই আচরণের দায় দল নেবে না। তবে পঞ্চায়েত চালাতে গেলে মুখ্যমন্ত্রীর সাহায্য লাগবেই। রাজ্য সরকারের প্রকল্প ছাড়া কি পঞ্চায়েত চলবে। তাহলে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলা হচ্ছে কেন?