Country Liquor: চরণামৃত ভেবে সরকারি অনুষ্ঠানে ঢক করে দেশি মদ খেয়ে ফেললেন মন্ত্রী, আগে বলবেন তো?

চরণামৃত ভেবে দেশি মদ খেয়ে ফেললেন মন্ত্রী। গোটা ঘটনাটা জেনে নিন।  গুজরাট কৃষি ও পশু পালন দফতরের মন্ত্রী রাঘবজী পটেল। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। বুধবার নর্মদা এলাকার ওই সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রী। এরপর একটি পাতার কাপে করে মন্ত্রীকে তরল জাতীয় দেওয়া হয়েছিল । আর মন্ত্রী ঢক করে সেটা খেয়ে ফেলেন। 

সেই কাপের মধ্য়ে দেশি মদ ছিল। সেটাই মন্ত্রী খেয়ে ফেলেছেন। আসলে আদিবাসীদের রীতি মেনেই তাঁকে দেশি মদ দেওয়া হয়েছিল। তবে মন্ত্রী বিষয়টি প্রাথমিকভাবে জানতেন না। না জেনে বুঝেই তিনি দেশি মদ খেয়ে ফেলেন। তিনি পরে জানিয়েছেন, ব্যাপারটা জানতাম না। এটাই আদিবাসীদের অনুষ্ঠানের রীতি। সেটা মেনেই আমায় দেশি মদ দিয়েছিল। সেটাই খেয়ে ফেলেছি। 

মন্ত্রী ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের মাঝে পৃথ্বী কা প্রসাদ গ্রহণের জন্য তাঁকে অনুরোধ করা হয়। মন্ত্রী তাতে রাজি হয়ে যান। এরপর আদিবাসী পুরোহিত সঙ্গে করে কিছু পাতা, চাল, নারকেল, আর সবুজ রঙের বোতলে দেশি মদ নিয়ে আসেন। সেই সঙ্গে ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে,বিজেপির একাধিক নেতাও সেই সময় ছিলেন। পাতা দিয়ে কাপ তৈরি করা হয়। এরপর তাতে সবুজ বোতল থেকে পানীয় ঢালা হয়। আর মন্ত্রী সেটা খেতে শুরু করেন। আসলে দিতেই গলায় ঢেলে ফেলেন মন্ত্রী। কিন্তু অন্যান্য বিজেপি নেতারা অবশ্য খাননি। তারা বারণও করেন মন্ত্রীকে। কিন্তু মন্ত্রী ততক্ষণে গলায় ঢেলে ফেলেছেন।

এদিকে বিজেপি নেতাদের কথা শুনে মন্ত্রী বলেন, আরে আমাকে বলবেন তো! তবে শেষ পর্যন্ত হেসে পাতার কাপটা ফেলে দেন তিনি। এদিকে পরে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, দেখুন আদিবাসীদের রীতি ঠিক জানতাম না আমি। সাধারণত আমাদের অনুষ্ঠানে চরণামৃত দেয়। সেটাই আমরা পান করি। আমি ভেবেছিলাম ওটা হয়তো তেমন কিছু। সেকারণেই খেয়ে ফেলি। আমার এনিয়ে ধারনা ছিল না। 

তবে বিজেপির আদাবাসী সেলের নেতা মতিলাল জানিয়েছেন, পৃথিবীকে দেশি মদ নিবেদন করা এটা আমাদের প্রথা। এটা হল পঞ্চামৃত। আর আদিবাসী যারা নন তাঁদের কাছে চরণামৃত। তিনি বলেন, মন্ত্রী যে সামান্য হলেও চরণামৃত পান করেছেন সেকারণে আমরা গর্বিত। তিনি মদ খান না তবে এখানে খেয়েছেন।