CPM প্রার্থীকে টেনে নিয়েও শেষরক্ষা হল না, TMCতে পালটা ভাঙন ধরিয়ে বোর্ড দখল BJPর

নদিয়ায় ফের তৃণমূল ভাঙিয়ে বোর্ড গড়ল বিজেপি। শুক্রবার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতে প্রধান হন বিজেপির, উপপ্রধান হন তৃণমূলের টিকিটে জয়ী সদস্য। এর আগে একই ঘটনা ঘটেছিলেন রানাঘাটের রুইপুকুর পঞ্চায়েতে। এবার শান্তিপুরের গয়েশপুরেও ঘটল একই ঘটনা।

গয়েশপুর পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে বিজেপি ১০টি, তৃণমূল ৯টি, সিপিএম ১টি ও নির্দল একটি আসনে জয়ী হয়। ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই সিপিএম প্রার্থী তৃণমূলে যোগদান করেন। যার ফলে তৃণমূলের আসন বেড়ে হয় ১০। শুক্রবার বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ছিল পুলিশি পাহারা। তার মধ্যে নির্দল প্রার্থী বিজেপিকে সমর্থন করেন। ৭ নম্বর বুথের জয়ী তৃণমূল প্রার্থী শিপ্রা ঘোষও বিজেপিকে সমর্থন জানান, ২১ আসনের পঞ্চায়েতে ১২ জনের সমর্থনে বোর্ড গড়ে বিজেপি।

প্রধান হয়েছেন বিজেপির শ্যামল ঘোষ। উপপ্রধান তৃণমূলের শিপ্রা মণ্ডল। বোর্ড গঠনের পরেই বিজেপির নবনির্বাচিত প্রধান শ্যামল ঘোষকে সাথে নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি, এবার মানুষ ব্যাপকভাবে বিজেপিকে সমর্থন করেছে। যার ফলে বিজেপির বোর্ড গঠন সময়ের অপেক্ষা ছিল। সিপিএম প্রার্থী তৃণমূলে যোগদান করলেও বিজেপির জয় রুখতে পারেনি তারা। তাদের দাবি, পঞ্চায়েতে এতদিন তেমন উন্নয়নের কাজ হয়নি। এবার হাত চালিয়ে উন্নয়েনর কাজ হবে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত মানুষকে উপহার দেব আমরা।