Cristiano Ronaldo Tops Instagram’s Rich List Third Consecutive Year, Virat Kohli In Top 20 Know Details

নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ভক্তসংখ্যার কমতি নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা বাকি সকলের থেকে বেশি। তিনি ইনস্টায় ৬০০ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় রয়েছেন। এবার এক সমীক্ষার বিচারে ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের বিচারেও তিনি শীর্ষে রয়েছেন।

সম্প্রতি এক সমীক্ষা ছয় বছরের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত অ্যাথলিট হয়েছিলেন। সৌদি আরবের ক্লাব আল নাসরে  বিশাল অঙ্কে যোগ দেওয়ার সুবাদেই তিনি এই স্থান ফিরে পেয়েছেন। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে রোনাল্ডো কিন্তু একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন। এই নিয়ে টানা তিন বছর রোনাল্ডোই ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের বিচারে শীর্ষে রইলেন। সমীক্ষা অনুযায়ী পতুর্গিজ মহাতারকা ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ২৬ কোটি ৭৩ লক্ষ টাকা পান। 

রোনাল্ডোর ধারকাছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই (Lionel Messi) রয়েছেন। আর্জেন্তাইন মহাতারকা মেসি পোস্টপিছু প্রায় ২১ কোটি ৫২ লক্ষ টাকা করে পান। এই অঙ্কের অর্থ যে শুধু বাকি ক্রীড়াবিদদের থেকে প্রাপ্ত অর্থের থেকে বেশি তাই নয়, রোনাল্ডো, মেসি এই অঙ্কের নিরিখে সেলেনা গোমেস, ডোয়েন জনসনদেরও পিছনে ফেলে দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রাপ্ত অর্থের নিরিখে প্রথম ২০ জনের মধ্যে আর কেবল দুই ক্রীড়াবিদই রয়েছেন। এঁরা হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং ব্রাজিলিয়ান ফুটবল দলের মহাতারকা নেমার জুনিয়র।

খবর অনুযায়ী কোহলি ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা আয় করেন। প্রসঙ্গত, নেমার পোস্টপিছু তাঁর প্য়ারিস সঁ জরমঁ সতীর্থ কিলিয়ান এমবাপের প্রায় দ্বিগুণ অর্থ পান। যে সংস্থার তরফে এই সমীক্ষা করা হয়, তার প্রধান গোটা বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে বলেন, ‘প্ল্যাটফর্মের আয় প্রতিবছর যেভাবে বৃদ্ধি পায়, তা আমায় অবাক করে দেয়। তবে তার থেকেও অবাক করা বিষয় হল কিছু ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে এই তালিকার শীর্ষে থাকেন। মেসি, রোনাল্ডো শুধু ফুটবলের মাঠই নয়, সোশ্যাল মিডিয়াও দাপিয়ে বেড়ান। ওরা ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং তার ফলে যে সাধারণ জনগণের ওপর যে প্রভাব সৃষ্টি করা সম্ভব, তার সুস্পষ্ট উদাহরণ।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? ঘোষণা হয়ে গেল শুক্রবার