Jadavpur student death: স্বপ্নদীপের মৃত্যুতে আটক এক যাদবপুরের প্রাক্তনী, ফোনে কী কথা হয় জানালেন ডিন

বুধবার রাত ১০টা ৫ নাগাদ এর যাদবপুরে হোস্টেল থেকে এক পড়ুয়ার ফোন পেয়েছিলেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়।  সে ফোন কী বলা হয়েছিল তা নিয়ে রহস্য তৈরি হয়। এবার ডিন নিজে জানালেন সেদিন ফোনে ওই পড়ুয়ার সঙ্গে তাঁর কী কথপোকথন হয়েছিল। যাদবপুরের ঘটনায় ইতিমধ্যে এক প্রাক্তনীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

শুক্রবার ডিন অফ স্টুডেন্স বলেন, ‘রাত ১০টা ৫ মিনিট এক পড়ুয়া আমাকে ফোন করে। সে বলে, এক ছাত্রের সমস্যা হচ্ছে। আমি তার কাছে জানতে চাই কী সমস্যা? ওই পড়ুয়া বলে, তার পলিটিসাইজেশন হয়েছে। আমি বলি সেটা কী? খুলে বলো। সে বলে, এক পড়ুয়াকে ক্যাম্পাসে বলা হয়েছে হস্টেলে না থাকতে। কারণ, সেখানে থাকলে দোতলা, তিন তলা থেকে ঝাঁপাতে হয়।’

(পড়তে পারেন। স্বপ্নদীপের মৃত্যু, রাজভবনে বৈঠকে যাদবপুর, তরজায় ব্রাত্য-সুকান্ত)

ডিন ওই পড়ুয়াকে বিষয়টি হস্টেলের সুপারকে জানাতে বলেন। কারণ, ক্যাম্পাসে সুপার থাকেন। ডিন অফ স্টুডেন্টস  বলেন, ‘রাত ১০টা ৮ মিনিটে খেতে খেতেই সুপারকে ফোন করি। যে পড়ুয়া ফোন করেছিল, ফোনের ‘ট্রুকলার’ মারফত তার নাম সুপারকে জানাই। তাকে চেনেন কি না জিজ্ঞাসা করি। উনি চেনেন বলে জানান। ওঁকে বলি একটা সমস্যা হয়েছে এ-২ ব্লকে। আপনি দেখুন। আমায় রিপোর্ট দেবেন।’

(পড়তে পারেন। কেন নগ্ন ছিল স্বপ্নদীপের দেহ? পুলিশকে ঢুকতে বাধা দিয়ে কি প্রমাণ লোপাট? বাড়ছে জট)

 পরে রাত ১২টা নাগাদ সুপারের থেকে তিনি ফোন পান। ওই ফোনেই ডিন অফ স্টুডেন্টসকে সুপার জানান, এক পড়ুয়া বারান্দা থেকে পড়ে গিয়েছে। তিনি ওই ছাত্রকে দ্রুত হাসপাতালে পাঠানোর কথা বলেন।  ডিন অফ স্টুডেন্টস নিজেও রওনা দেন।

প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, হস্টেলের তিনতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে স্বপ্নদ্বীপের। তবে ওই ছাত্র ঝাঁপ দিয়েছিলেন নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। ভর্তি হওয়ার পর মাত্র দুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন বাংলা বিভাগের ওই ছাত্র। এক পড়ুয়ারা গেস্ট হিসেবে গত রবিবার থেকে হস্টেলে থাকতে শুরু করেন তিনি। হস্টেলের ওই ঘরে ছিলেন আরও তিন ছাত্র। তবে তাঁরা বাংলা বিভাগের নন বলেই জানা গিয়েছে। 

অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, বুধবার রাতে থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন স্বপ্নদীপ। বারবার গামছা পরে বাথরুমে যাচ্ছিলেন বলে জানাচ্ছেন অন্যান্য ছাত্ররা। এমনকী এই ঘটনার কথা স্টুডেন্ট অব ডিনকেও ফোন করে জানানো হয়েছিল। সেই ফোনে কী কথা হয়েছিল জানালেন ডিন।