Mobile numbers linked to Aadhaar card: একটা আধার কার্ডে ৬৫৮ মোবাইল সিম! আপনি কি সুরক্ষিত? জেনে নিন কীভাবে যাচাই করবেন?

একই আধার কার্ড নিয়ে বহু সিম নেওয়ার অভিযোগ মাঝেমধ্য়েই ওঠে। তবে এবার আর ৫-১০টা নয়। একেবারে ৬৫৮টি সিম কার্ড নেওয়া হয়েছে একটি আধার কার্ডকে ব্যবহার করে। তামিলনাড়ুর বিজয়ওয়াড়ার ঘটনা। লাইভ হিন্দুস্তান সূত্রে খবর। গত চার মাসে তামিলনাড়ু পুলিশ এই আধার ও মোবাইলের মধ্য়ে সংযোগ সংক্রান্ত কারচুপি সন্দেহে অন্তত ২৫,১৩৫টি সিম কার্ড ব্লক করে দিয়েছে। কিন্তু এই যে একটা পরিচয়পত্র দিয়ে এত সিম নেওয়া হয়েছে সেটা জানা গেল কীভাবে?

সূত্রের খবর, এএসটিআর সফটওয়ার এই ধরনের ভুয়ো সিমকার্ডগুলিকে চিহ্নিত করতে পারে। মূলত একই ছবি ব্যবহার করে যদি একাধিক সিম নেওয়া হয় সেক্ষেত্রে সেই ছবিকে চিহ্নিত করা সম্ভব। এভাবে একটি আধার কার্ড ব্যবহার করে এভাবে শয়ে শয়ে আধার সিম কার্ড নেওয়া কখনও উচিত নয়। এতে সমস্যা তৈরি হতে পারে।

তবে আপনারও প্রয়োজন মনে করলে একবার দেখে নিতে পারেন আপনার আধার কার্ড দিয়ে নেওয়া হয়েছে কি না? এতে আপনি অন্তত নিশ্চিত হতে পারবেন যে আপনার আধার কার্ডে কেবলমাত্র আপনার সিম কার্ডই চলছে। না হলে এনিয়ে আপনি রিপোর্ট করতে পারবেন নির্দিষ্ট জায়গায়।

কীভাবে আপনি এব্যাপারে নিশ্চিত হতে পারবেন সেই উপায়টা জেনে নিন।

এক্ষেত্রে আপনাকে DoT যে পোর্টালটি তৈরি করেছে তাতে যেতে হবে।

সেটার নাম হল Telecom Analytics for Fraud Management and Consumer Protection (TAFCOP) পোর্টাল। সেই পোর্টালে গেলে আপনি এই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য পাবেন।

এক্ষেত্রে প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেটা হল https://tafcop.dgtelecom.gov.in/ এই ওয়েবসাইটে গেলে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর যুক্ত রয়েছে।

এক্ষেত্রে আপনাকে মোবাইল নম্বর লিখতে হবে। এরপর ওটিপির জন্য আবেদন করতে হবে।

এরপর যে ওটিপিটা আসবে সেটা আপনাকে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। এরপর সাবমিট অপশনে যেতে হবে।

এরপর আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে তা আপনাকে দেখিয়ে দেবে। সেই অনুসারে আপনি আবেদন পাঠাতে পারেন।