কলকাতায় সিমবক্স চক্রের সন্ধান পেলো এসটিএফ, বাংলাদেশিসহ গ্রেফতার ৮

বড়সড় সিমবক্স চক্রের সন্ধান পেয়ে দু’দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিকসহ ৮ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। জানা গেছে, গ্রেফতাররা হলো—সৌরভ বেরা, বিরাজ বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, তীর্থঙ্কর চ্যাটার্জি, সৌরভ মন্ডল, দীপাঞ্জন সাহা, অরূপ মিস্ত্রি ও মহম্মদ আসাদুর রহমান। এদের মধ্যে মহম্মদ আসাদুর রহমান বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা।

গ্রেফতারদের কাছ থেকে মোট ৩৩ সেট সিমবক্স মেশিন, ১৭টি ইন্টারনেট রাউটার ও ৬ হাজার বেআইনি সিমকার্ড জব্দ করা হয়েছে। সূত্রের খবর, জব্দ করা সামগ্রীর বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এসটিএফ সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ আগস্ট রাজ্য পুলিশের এসটিএফ বিভিন্ন দলে ভাগ হয়ে নদিয়ার চাকদহ, কৃষ্ণনগর ও কৃশানগঞ্জ থানা এলাকা, হাওড়ার মালিপাঁচঘড়া ও লিলুয়া থানা এলাকা এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ ও পেট্রাপোল থানা এলাকার মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। গ্রেফতারদের বিরুদ্ধে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় ভারতীয় টেলিগ্রাফ আইন, ভারতীয় ওয়ারলেস টেলিগ্রাফি আইন ও ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, সিমবক্স নেটওয়ার্কের মাধ্যমে সরকারি শুল্ক ফাঁকি দেওয়া ছাড়াও বেআইনি কার্যকলাপ, সংগঠিত অপরাধ ও দেশবিরোধী কাজে যুক্ত ছিল অভিযুক্তরা।