India Vs West Indies 4th T 20 First Inning Highlightes Shiron Hetmayar Good Innings West Indies Put 178 Runs

ফ্লোরিডা : ঝোড়ো শুরুর পর দুরন্ত ফিনিশ। চতুর্থ টি ২০ ম্যাচে ১৭৮ রান খাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন শিমরন হেটমায়ার (Shimron Hetmayar) (৬১)। ভাল ইনিংল সাই হোপের (৪৫) । হোপ, হেটমায়ারের ইনিংসে ভর করে লড়াকু স্কোর খাড়া করে ক্যারিবিয়ানরা। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিংহ ৩ টি ও কুলদীপ যাদব ২ টি উইকেট তুলে নেন। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। ভারতীয় দলনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) প্রথম ওভারে বোলিংয়ের দায়িত্ব স্পিনার অক্ষর প্যাটেলের হাতে তুলে দিচ্ছেন দেখে ঝোড়ো শুরু করেন কাইল মায়ার্স (১৭)। যদিও ভারতের দ্বিতীয় ও তাঁর প্রথম ওভারেই মায়ার্সকে সাজঘরে ফেরান অর্শদীপ সিংহ (Arsdeep Singh) (৩/৩৮)। মায়ার্স ছাড়াও ওয়েস্ট ইন্ডিজেরে অপর ওপেনার ব্র্যান্ডন কিং (১৮) ও ক্যারিবিয়ান ইনিংসের শেষ ওভারে হেটমায়ারও ভারতীয় বাঁ হাতি পেসারের শিকার। তবে সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন হেটমায়ার।

রানের গতি বজায় রাখলেও ক্যারিবিয়ানদের ইনিংসে ক্রমাগত ধাক্কা দিতে থাকেন ভারতীয় বোলাররা। চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav) (২/২৬) তাঁর একই ওভারে ছন্দে থাকা নিকোলাস পুরাণ (১) ও রভম্যান পাওয়েলকে (১) আউট করেন। মাঝপথে কিছুটা বিপাকে পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের হাল ধরেন সাই হোপ (Shai Hope)। ২৯ বলে ৩ টি চার ও ২ টি ছক্কার সুবাদে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। হোপকে সাজঘরে ফেরান যুযবেন্দ্র চাহাল। তিনি ছাড়াও অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার একটি করে উইকেট পান ভারতের হয়ে।

                                             

 


আরও পড়ুন- মাঝে সাড়ে ৪ বছর, ৮ ডার্বি শেষে অবশেষে শাপমোচন ইস্টবেঙ্গলের, ঝলকে গত ক’বছরের ডার্বি তথ্য

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial