Indian Women Cricketer Shafali Verma Allegedly Denied Entry In Delhi To Varanasi Flight

নয়াদিল্লি: দিল্লি থেকে বেনারস যাচ্ছিলেন। কিন্তু অভিযোগ, বিমানে উঠতে দেওয়া হয়নি ভারতীয় মহিলা ক্রিকেটারকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি।

শেফালি বর্মা (Shafali Verma)। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন যে, নির্ধারিত সময়ে পৌঁছে যাওয়ার পরেও তাঁকে দিল্লি থেকে বেনারসগামী ইন্ডিগো সংস্থার বিমানে উঠতে দেওয়া হয়নি।

শেফালির অভিযোগ, বিমান উড়ানের সময়ের ২৫ মিনিট আগে পৌঁছলেও তাঁকে নির্দিষ্ট বিমানে উঠতে দেননি ওই সংস্থার কর্মীরা। শেফালি লিখেছেন, ‘আমরা বহু অনুনয় বিনয় করলেও আমাদের কোনওভাবেই উঠতে দেওয়া হয়নি। কর্মীর আচরণ খুব খারাপ ছিল।’ তারপর সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘খুব খারাপ অভিজ্ঞতা হল।’

যদিও সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। শেফালির ট্যুইটটি ভাইরাল হয়। অনেকে যেমন তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন ও কাঠগড়ায় তুলেছেন ওই বিমান সংস্থাকে, কেউ কেউ আবার অভিযোগের পাল্টা আঙুল তুলেছেন শেফালির দিকেই।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিমান সংস্থা ভুল কিছু করেনি। নিয়ম মেনেই শেফালিকে আটকানো হয়েছে। একজন লিখেছেন, ‘উড়ানের ২৫ মিনিট আগে বোর্ডিং শুরু হয়ে যায় আর বিমান সংস্থা শুধু নিয়ম মেনেই কাজ করেছে। আপনারই দেরি হয়েছিল শেফালি।’

একজন লিখেছেন, ‘আপনি যদি নির্ধারিত সময়ে পৌঁছে বিমানে বোর্ডিং করে ফেলতেন এবং কোনও একজন যাত্রীর দেরি হওয়ার জন্য বিমান সময়ে না ছাড়ত, তখনও আপনি বিমান সংস্থাকেই দোষারোপ করতেন।’

 

আবার কেউ কেউ শেফালির পাশে দাঁড়িয়েছেন। জানিয়েছেন, ওই সংস্থার কর্মীরা দেশের সব বিমানবন্দরেই এরকম আচরণ করেন। ওঁদের আচরণ নব্বইয়ের দশকের ব্যাঙ্ককর্মীদের মতো।                                            

আরও পড়ুন: ডুরান্ড কাপ দেখতে এসেছি বলে বাবা খুব খুশি, প্রথমবার ফুটবল মাঠে এসে বললেন ভিকি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial