JP Nadda: ‘পিসি ভাইপোর সরকার! বাংলার একী হাল করলেন মমতা দিদি…’ বঙ্গ সফরে নাড্ডা, বিজেপিকে ভোকাল টনিক

পঞ্চায়েতে তৃণমূলের জয়জয়কার। ক্রমেই মনোবল হারাচ্ছেন বিজেপির নীচুতলার কর্মীরা। এবার কলকাতায় এসে সেই বিজেপি নেতা কর্মীদের ভোকাল টনিক দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুদিনের বাংলা সফরে এসেছেন তিনি। পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে এসেছেন তিনি। কলকাতার মিটিং থেকে তিনি তৃণমূলকে নিশানা করে একের পর এক তির ছোঁড়েন। 

বাংলা জুড়ে এবারের পঞ্চায়েত ভোটে কীভাবে তাণ্ডব চালিয়েছে তৃণমূল সেকথা তুলে ধরেন জেপি নাড্ডা। তিনি বলেন, মমতা যত আমাদের দাবিয়ে রাখবেন ততই আমরা উপর দিকে উঠব। আমাদের শক্তি আমাদের নেতা কর্মীরা। ৯ অগস্ট কুইট ইন্ডিয়া হয়েছিল। এই দুর্নীতি সব কিছু শেষ করে দেয়। বাংলায় দুর্নীতি ঘুনের মতো খেয়ে ফেলছে। মমতা দিদি, আর ভাইপো, পিসি আর ভাইপোর ধান্দা চলছে। বাকিরা সব পতাকা ওড়াও আর তোলাবাজি করো। এখানে তোষামোদের রাজনীতি করছে। এখানে জঙ্গলরাজ চলছে। মমতা দিদি দেশ জুড়ে গণতন্ত্রের কথা বলেন, আর বাংলায় এই হাল! বাংলায় পুলিশ ও সরকার মিলে সাধারণ মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। 

জেপি নাড্ডা বলেন, একটা সময় বলা হত আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে। সেই বাংলার একী হাল করলেন মমতা দিদি! আপনারা ভাবুন। দিল্লিতে এমন একটা সরকার চলছে যে মানুষের জন্য সরকার চলছে। গরিব মানুষের জন্য , গণতন্ত্রের পক্ষে সরকার চলছে। বঞ্চিত, শোষিত মানুষের জন্য এই সরকার চলছে। এটাই নরেন্দ্র মোদীর সরকার। 

তিনি বলেন, যে মানুষের হিংসায় প্রাণ গিয়েছে তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। গত বিধানসভা ভোটের পরে যেভাবে মমতার সরকার যেভাবে অত্যাচার চালিয়েছিল তা আমি জানি। আপনাদের সময় ছিলাম। ২৩ এর পঞ্চায়েতেও দেখলাম সেই একই ছবি ফিরে এল। এটা যেন সেই বিভাজনের সময় কলকাতায় যা হয়েছিল সেটাই ফিরে এল। সেই রকমই তাণ্ডব ফিরে এল কলকাতায়। মমতাদির সরকারে এই ধরনের তাণ্ডবের ঘটনাই ফিরে এল। এটা দুঃখের বিষয়। লজ্জার বিষয়। 

কার্যত মনমরা হয়ে থাকা বিজেপি কর্মীদের জন্য ভোকাল টনিক দিলেন জেপি নাড্ডা। এদিকে সামনে লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি এই ভোকাল টনিকে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই প্রশ্ন। সেই সঙ্গেই বাংলার সন্ত্রাসের কথা তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।