Long Covid Patient Seen With Blue Legs Says Lancet Report

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের নয়া রূপ হাজির হয়েছে ইতিমধ্যেই (Novel Coronavirus)। কিন্তু দীর্ঘমেয়াদি কোভিড নিয়ে কাটছে না আশঙ্কার মেঘ। বরং এবার দীর্ঘমেয়াদি তথা লং কোভিড আক্রান্ত রোগীর শরীরে অদ্ভুত সমস্যা দেখা গেল। নিজে থেকে দাঁড়ানোর ১০ মিনিটের মধ্যে এক রোগীর দুই পা নীল হয়ে যায় বলে জানা গিয়েছে। ল্যান্সেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিষয়টি সামনে এসেছে। (Long COVID)

সংবাদ সংস্থা পিটিআই-ও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডসের গবেষণায় প্রথম বিষয়টির উল্লেখ মেলে। তাতে বলা হয়, ৩৩ বছর বয়সি এক রোগী দীর্ঘমেয়াদি কোভিডে ভুগছিলেন। তাঁর শরীরে অ্যাক্রোসায়নোসিস থাবা বসিয়েছে, যার ফলে পায়ের ধমনীতে রক্ত জমা হতে শুরু করে। 

গবেষণায় বলা হয়েছে, দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন ওই রোগী। বিছানা ছেড়ে একবার ওঠার সাহস দেখান। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ১০ মিনিটের মধ্যেই তাঁর দুই পা নীলবর্ণ ধারণ করে। ফুলে ওঠে পায়ের শিরা। ওই রোগী জানিয়েছেন, ক্রমশ ভারী হয়ে আসতে থাকে তাঁর পা, ঝিনঝিন করতে শুরু করে।

আরও পড়ুন: Nail Problems: নখ দেখলেই বোঝা যাবে আপনার কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা?

ওই দৃশ্য দেখে ঘাবড়ে যান রোগী থেকে চিকিৎসক সকলেই। এর পর এক জায়গায় ধরে বসানো হয় রোগীকে। তাতে মাত্র দু’মিনিটের মধ্যেই ফের স্বাভাবিক হয়ে যায় পা। ওই রোগী জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই পা বিবর্ণ হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন তিনি। তার আগে কখনও এমন হয়নি। 

ইউনিভার্সিটি অফ লিডসের স্কুল অফ মেডিসিনের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর তথা গবেষণাপত্রের লেখক মনোজ শিবন বলেন, “বিশেষ ভাবে লক্ষণীয় এই ঘটনা।কারণ কোভিডে সংক্রমিত হওয়ার আগে কখনও এমন সমস্যায় পড়েননি ওই রোগী।” এর পর দফায় দফায় আরও কিছু ডাক্তারি পরীক্ষা হয় রোগীর, তাতে পশ্চারাল টাকিকার্ডিয়া সিন্ড্রোম ধরা পড়ে। এই রোগের ক্ষেত্রে উঠে দাঁড়ালে রোগীর হৃদস্পন্দন বৃদ্ধি পায়।

দীর্ঘমেয়াদি বা লং কোভিডের জেরে এখনও পর্যন্ত রোগীদের শরীরের বিভিন্ন স্থানে নানা রকমের প্রভাব চোখে পড়েছে। অটোনমিক নার্ভাস সিস্টেমেও প্রভাব পড়েছে যেমন, তেমনই হৃস্পন্দন, রক্তচাপ, শ্বাসযন্ত্র, হজমক্ষমতা এবং যৌনক্ষমতাও প্রভাবিত হয়েছে। এতদিন মূলত শিশুদের মধ্যেই অ্যাক্রোসায়নোসিস দেখা যেত। লং কোভিড আক্রান্ত রোগীর শরীরেও এবার তার খোঁজ মিলল। বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি উঠছে। লং কোভিডের অন্য উপসর্গগুলি হল, ক্লান্তিভাব, ব্রেইন ফগ, অবসাদ, উৎক্ঠা।রোজকার কাজকর্ম চালিয়ে যাওয়াও হতে পারে মুশকিল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator