NCERT New Panel: স্কুল পড়ুয়ারা কী পড়বে, ঠিক করবেন সুধা মূর্তি, শঙ্কর মহাদেবনরা,পাঠ্যবই তৈরিতে নয়া প্যানেল

ফারিয়া ইফতিকার

স্কুলের পাঠ্যবই তৈরিতে এবার নয়া কমিটি তৈরি করল এনসিইআরটি। ১৯ সদস্যের এই কমিটি। সেই কমিটিতে লেখক তথা ইনফোসিস ফাউন্ডেশনের সুধা মূর্তি, গায়ক শঙ্কর মহাদেবন, অর্থনীতিবিদ তথা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সঞ্জীব সান্যাল প্রমুখ রয়েছেন। মূলত সিলেবাস, পাঠ্যবইয়ের উপকরণ, পড়াশোনার নানা বিষয়বস্তুর ক্ষেত্রে তাঁরা মতামত দেবেন। মূলত তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্ষেত্রে বই তৈরির ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। 

১৯ সদস্যের ন্যাশানাল সিলেবাস অ্যান্ড টিচিং লার্নিং মেটেরিয়াল কমিটি( NSTC)-এর একেবারে মাথায় থাকছেন ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ( NIEPA) চ্যান্সেলর এমসি পন্থ। হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে জানা গিয়েছে। 

ঠিক কী কাজ করবে এই কমিটি? 

মূলত স্কুলে কোন বিষয়গুলি পড়ানো হবে, কোন বিষয়ের উপর জোর দেওয়া হবে, কীভাবে পড়ানো হবে সেটাই ঠিক করবে এই কমিটি। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের সিলেবাস, টিচিং লার্নিং মেটিরিয়াল ঠিক করবে এই কমিটি। সেই সঙ্গে বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য যে পাঠ্যবই রয়েছে সেটাও খতিয়ে দেখবে এই কমিটি। সেই সঙ্গেই স্কুলের পাঠ্যবই ও অন্যান্য শিক্ষনীয় সামগ্রীগুলি যেগুলি NSTC চূড়ান্ত করবে সেটা প্রকাশ করা ও সেগুলি বিলি করার দায়িত্ব রয়েছে NCERT-এর উপর। 

এবার দেখে নেওয়া যাক আর কোন বিদ্বান ব্যক্তিত্বরা এই কমিটিতে রয়েছেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অঙ্কের প্রফেসর মঞ্জুল ভার্গব রয়েছেন এই কমিটিতে। আর যাঁরা রয়েছেন এই কমিটিতে তাঁরা হলেন, অঙ্কবিদ সুজাজা রামদোরাই, ব্যাডমিন্টন খেলোয়াড় ইউ বিমল কুমার, চেয়ারপার্সন অফ সেন্টার ফর পলিসি স্টাডিজ এমডি শ্রীনিবাস, ভারতীয় ভাষা সমিতির চেয়ারপার্সন চামু কৃষ্ণ শাস্ত্রী রয়েছেন এই কমিটিতে। 

চমু কৃষ্ণ শাস্ত্রী জানিয়েছেন, ১০০০জন বিষয়বস্তু ভিত্তিক বিশেষজ্ঞ এই সিলেবাস সংক্রান্ত বিষয় ও পাঠ্যবইয়ের ডিজাইন তৈরিতে  নিরন্তর কাজ করে যাবেন। এই শিক্ষাবর্ষের শেষের মধ্যে যাতে কাজ শেষ করা যায় সেটা দেখা হচ্ছে। এতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস, নতুন পাঠ্যবই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া যাবে। ন্যাশানাল ওভারসাইট কমিটিও তৈরি হয়েছে। সেখানে পঞ্জাব সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্য়ান্সেলর জগবীর সিং চেয়ারম্যান হিসাবে রয়েছেন।