স্টেশনে-স্টেশনে মিলবে সস্তার ওষুধ, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

যাত্রীদের সুবিধায় বরাবরই গুরুত্ব দিয়ে আসছে ভারতীয় রেল। এবার আরও একধাপ এগিয়ে যাত্রী সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। ট্রেনে যাতায়াতের সময় বিভিন্ন সময় রোগীদের ওষুধ নিয়ে সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা এবার দূর হতে চলেছে। এবার রেল স্টেশনেই পাওয়া যাবে ওষুধ। ভারতের রেলস্টেশনগুলিতে ‘জনঔষধি কেন্দ্র’ তৈরি করবে ভারতীয় রেল। এর জন্য নীতি কাঠামো প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় রেলে ২.৪ লাখ শূন্যপদ, বিরাট সুযোগ হাতছাড়া করবেন না, কীভাবে আবেদন করবেন?

জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৫০টি স্টেশনে তৈরি হতে চলেছে এই জনঔষধি কেন্দ্র। পরে ধীরে-ধীরে অন্যান্য স্টেশনগুলিতে এই জনঔষধি কেন্দ্র গড়ে উঠবে। দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের সেকেন্দ্রাবাদ এবং তিরুপতি স্টেশন, ওডিশার খুরদা রোড স্টেশন এই তালিকায় রয়েছে। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ এবং বিশেষ স্টেশনগুলিতে এই জনঔষধি কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, লাইসেন্স থাকলে এই আউটলেটগুলি পরিচালনার সুযোগ মিলবে। তবে সেক্ষেত্রে দরপত্র ডাকা হবে। ই-নিলাম মারফত সেই লাইসেন্স পাওয়া যাবে। এরপর বিডারদের স্টোর বরাদ্দ করা হবে। জানা গিয়েছে, আমদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন জনঔষধি কেন্দ্রের স্টলগুলি কেমন হবে, তার ডিজাইন তৈরি করবে। তাছাড়া, স্টেশনের কোথায় এই স্টল তৈরি করা হবে, তা ঠিক করবে রেলওয়ে। এর পাশাপাশি বিডারদের কী নিয়ম মেনে চলতে হবে, তাও নির্দিষ্ট করা হয়েছে। সেক্ষেত্রে ওষুধের স্টোরেজ বা ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যে সমস্ত নিয়ম রয়েছে, সেই সমস্ত নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে বলে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় রেলের উন্নয়ন যজ্ঞ চলছে। বন্দে ভারতের মতো ট্রেন চালু হওয়ায় গতি বেড়েছে ভারতীয় রেলের। এছাড়াও বিভিন্ন স্টেশন ঢেলে সাজানো হচ্ছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শিয়ালদা, বর্ধমান জংশন, মালদা টাউন, নিউ মালদা জংশন, রামপুরহাট, তারকেশ্বর প্রভৃতি স্টেশন। এছাড়াও, একাধিক স্টেশনের পাশেই থাকা জমি লিজ দিয়ে মাল্টি স্পেশালিটি কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ঢাকুরিয়া স্টেশন। রেল সূত্রের খবর, এই স্টেশন সংলগ্ন ৩৭২ মিটার  জায়গাজুড়ে এই কমপ্লেক্স তৈরি করা হবে। মূলত দেশের বিভিন্ন স্টেশন উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রেল। সেই তালিকায় রয়েছে এই ঢাকুরিয়া স্টেশন। এছাড়াও রাজ্যের কৃষ্ণনগর, মালদা টাউন, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া স্টেশনেরও সংস্কার করা হবে।