JP Nadda: ‘গণতন্ত্রের কথা বলেন! আগে বাংলার দিকে তাকান,’ ফের নাড্ডার নিশানায় মমতা

রাজ্যে সফরে এসে দুর্নীতি ও সন্ত্রাস ইস্যুতে শাসকদলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার সকাল দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। পরে ন্যাশনাল লাইব্রেরিতে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন। সেখানেই তিনি তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় সরব হন।

নাড্ডা বলেন, ‘গতকাল বলেছি আজ আবারও বলতে চাই, মমতাজি বলেন কোথায় দুর্নীতি? আমি জানতে চাই পার্থ চট্টোপাধ্যায় কোথায়? অনুব্রত মণ্ডলের মেয়ে কোথায়? আজ তৃণমূলের একাধিক নেতানেত্রী দুর্নীতির সঙ্গে জড়িত। তবুও মমতাজির প্রমাণ চাই।’ তিনি আরও বলেন, ‘যে বাংলা দেশ ও বিশ্বকে পথ দেখিছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অন্ধকারে ডুবে গিয়েছে।’

পঞ্চায়েতে হিংসা নিয়ে সরব হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন,’২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১২ হাজার মামলা দায়ের হয়েছে। এখনও বহু মানুষ ঘরছাড়া। পঞ্চায়েত নির্বাচনের হিংসা হয়েছে। আবার মমতাজি গণতন্ত্রের কথা বলেন। আগে বাংলার দিকে তাকান।’

(পড়তে পারেন। ‘‌মা যেন আমার দলের সহকর্মীদের শক্তি দেন’‌, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে প্রার্থনা নড্ডার)

আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু না করার জন্যও রাজ্য সরকারে বেঁধেন নাড্ডা। তিনি বলেন,’পশ্চিমবঙ্গের ২১লক্ষ পরিবারকে স্বাস্থ্যবিমার সুযোগ দিয়ে ছিল কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার আয়ুষ্মান ভারতের সুবিধা দেশের দরিদ্র মানুষের কাছে পৌঁছতে দেননি।’

(পড়তে পারেন। ‘পিসি ভাইপোর সরকার! বাংলার একী হাল করলেন মমতা দিদি…’ বঙ্গ সফরে নাড্ডা, বিজেপিকে ভোকাল টনিক)

এ দিন সকালে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সাংবাদিকদের নড্ডা বলেন, ‘দলকে শক্তি দিক মা। আজকে মায়ের পুজো দেওয়ার সুযোগ পেলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম, মা যেন আমাকে এবং আমার দলের সহকর্মীদের শক্তি দেন।’‌ তিনি আরও বলেন ‘‌দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা লড়তে পারি। আর ধর্মীয় এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে দেশের অবস্থান যেন আরও এগিয়ে যায় তার প্রার্থনা করেছি।’‌