JU Student Death: রাজনীতি করে বলে ছেলেকে ফাঁসানো হচ্ছে, দাবি যাদবপুরকাণ্ডে গ্রেফতার মনতোষের মায়ের

ছাত্র রাজনীতি করতেন বলেই গ্রেফতার করা হয়েছে ছেলেকে। এই দাবি করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার মনতোষ ঘোষের বাবা। দ্বিতীয় বর্ষের ছাত্র মনতোষকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে ফোন করে তিনি মা-কে জানিয়েছিলেন, চিন্তা কোরো না, পুলিশ ডাকতে পারে। ছেলের গ্রেফতারির পর তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি তাঁর।

হুগলির আরামবাগের সার্কাস ময়দানে বাড়ি মনতোষের। বাবা ও মা একটি রেস্তোরাঁ চালান। রবিবার মনতোষের মাকে ফোন করে হস্টেলের এক ছাত্র জানান ছেলেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে।

মনতোষের মা টগরদেবী বলেন, শনিবার রাতে ছেলের সঙ্গে কথা হয়েছিল। বলেছিল, মা আমি এসবের মধ্যে নেই। আমাকে পুলিশ ডাকতে পারে। তোমরা চিন্তা কোরো না। তিনি বলেন, আমার ছেলে রাজনীতি করত। তাই ওকে ফাঁসানো হয়েছে।

নিহত ছাত্রের বাবা জানিয়েছেন, গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরীর নির্দেশে মনতোষের ১০৪ নম্বর ঘরে কয়েকদিন ছিল ছেলে। মনতোষের বাবা শান্তিনাথ ঘোষের দাবি, আমার ছেলের নামে কোনও দিন কোনও অভিযোগ পাইনি। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আমাকে যাদবপুর থানায় ডেকেছে। যাব থানায়। জানব, ছেলে কী দোষ করেছে। কেন ওকে গ্রেফতার করল।