Mamata Banerjee: রাজভবন জাদুঘর হোক, রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দাবি মমতার

রাজভবনকে জাদুঘর বানানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যপালের সাম্প্রতিক ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল। সেই প্রসঙ্গেই তিনি রাজভবনকে মিউজিয়াম করার দাবি তোলেন। 

এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বলেন, ‘রাজভবনগুলিকে মিউজিয়াম করে দেওয়া হোক। ব্রিটিশ আমলে রাজভবনের প্রয়োজন ছিল। কিন্তু এখন আর কোনও প্রয়োজন নেই। ‘ মুখ্যমন্ত্রী সমালোচনায় সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যপালের পদ তুলে দেওয়ার দাবি ‘অগণতান্ত্রিক ও সংবাবিধান বিরোধী।’

রাজ্যপাল পদ লোপের পক্ষে সুর চড়া করে মমতা বলেন,’রাজ্যপালদের নিয়ে সমান্তরাল সরকার চালানো হচ্ছে। রাজ্যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার থাকতে রাজ্যপালের কী প্রয়োজন?’ মুখ্যমন্ত্রীর প্রস্তাব ,’শপথ গ্রহণ করার জন্য প্রয়োজন হলে সেই কাজ প্রধান বিচারপতি করবেন।’ 

প্রসঙ্গত রাজ্যে দায়িত্ব নিয়ে আসার মাস খানেক পর থেকে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের আবহ তৈরি হয়। সম্প্রতি উপচার্য নিয়োগ নিয়ে সংঘাত চলছে রাজ্য-রাজ্যপালের। এর আগে রাজ্যপালের ভূমিকা ‘বিজেপির দালাল’-এর মতো বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁকে গেরুয়া শিবিরের হয়ে ভোটে দাঁড়াতেও বলেন তিনি। এদিন সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন উপাচার্য বদলই রাজ্যপালের কাজ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে বিজেপি-আরএসএসের লোক বসানো হচ্ছে। এটা কী একজন রাজ্যপালের কাজ? ’

(পড়তে পারেন। তৃণমূলের গলায় ‘পার্থ কাঁটা,’ একবছর পরে ফের বেহালায় সভা করতে আসছেন মমতা)

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের মধ্যে কংগ্রেসের ডিএনএ এখনও রয়ে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রী শয়নে-স্বপনে কংগ্রেসের কর্মপদ্ধতি দেখতেে পান।’ তিনি আরও বলেন, ‘তবে এটা ঠিক এ রাজ্য সরকার টিকে রয়েছে রাজ্যপাল এবং সংবিধানরক্ষাকর্তাদের বদণ্যতায়।’

 রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী জানেন না যে ব্রিটিশ আমলে রাজ্যপাল পদটা ছিল না। উনি ইতিহাস না জেনে ভুলভাল মন্তব্য করছেন।’ তাঁর দাবি, অনেক আগেই সিপিএম বলে ছিল রাজ্যপাল পদের দরকার নেই। আজ মমতা সেই তাঁদের কথা তুলছেন।