‘We Have A Long Way To Go…’: Jaiswal On Comparisons Of Gill Pairing With Rohit-Shikhar

ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ২ ম্যাচ পরপর হারলেও পরের দুটো ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক বাহিনী। চতুর্থ ম্যাচে জয়ের অন্যতম কারিগর শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। ২ তরুণ ওপেনার ওপেনিংয়ে রেকর্ড ১৬৫ রান যোগ করেন। ১৭৯ রান তাড়া করতে নেমে ২ ভারতীয় তরুণ ওপেনারের ব্যাটের ওপর ভর করে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। 

এই ম্যাচ জয়ের পরই অনেকে শুভমন-গিলের সঙ্গে রোহিত-ধবন জুটির তুলনা টানছেন। এই প্রসঙ্গে যশস্বী বলছেন, ”আমার আর গিলের পার্টনারশিপটার অনেকেই প্রশংসা করেছেন। অনেকে রোহিত ভাই ও শিখর ভাইয়ের ওপেনিং জুটির সঙ্গে তুলনা টানছেন। তবে আমার মনে হয় যে আমরা যা করছি তার সঙ্গে এখনই ধবন-রোহিত ভাইয়ের তুলনা টানা একদমই উচিত নয়। ওরা কিংবদন্তি। ওরা দেশের জন্য যা করেছে, তার কোনও তুলনা হয় না। আমার মনে হয় আমাদের এখনও অনেক পথ চলা বাকি ওনাদের কাছাকাছি পৌঁছানোর জন্য়ও।”

ম্যাচে অনবদ্য এক ইনিংসের পর টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ধন্যবাদ জানাচ্ছেন তরুণ ওপেনার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই সহজ নয়। তবে আমি হার্দিক ভাই (পাণ্ড্য) এবং সাপোর্ট স্টাফদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ওরা যে পরামর্শ দিয়েছিল তাতে বড় প্রভাব পড়েছে।’

এবারের আইপিএলটা অনেকটা স্বপ্নের মতোই কেটেছে যশস্বীর। ধারাবাহিকভাবে রাজস্থান রয়্যালসের হয়ে পারফর্ম করেছেন তিনি। ভারতের হয়ে টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন। টি-টোয়েন্টি অভিষেকে অল্প রানেই তাঁকে সাজঘরে ফিরতে হলেও, বিশ ওভারের ফর্ম্যাটে নিজের দক্ষতা ঠিক তার পরের ম্যাচেই প্রমাণ করে দিলেন এই বাঁ-হাতি ব্যাটার। ব্যাটিংয়ের সময় নিজের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে যশস্বী জানান, তিনি সবসময়ই দ্রুত রান করার লক্ষ্য নিয়েই টি-টোয়েন্টিতে মাঠে নামেন।

যশস্বী বলেন, ‘দল যেমন চায় আমি তেমনভাবেই খেলার চেষ্টা করি, সেভাবেই নিজেকে প্রস্তুত করি। যত দ্রুত সম্ভব, বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান করার চেষ্টা করি। হ্যাঁ, পিচের পরিবেশ, পরিস্থিতি ওপর অনেককিছুই নির্ভর করে, কিন্তু প্রাথমিকভাবে দ্রুত রান করাটাই আমার লক্ষ্য থাকে।”

 

উল্লেখ্য, সাই হোপ ও শিমরন হেটমায়ারের দুরন্ত জোড়া ইনিংসে ভর করে ১৭৮ রানের লড়াকু ইনিংস খাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দাপটে সহজেই যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ওপেনিং জুটিতে ১৬৫ রানের চোখ ধাঁধানো পার্টনারশিপ জুড়লেন যশস্বী-শুভমন। দুজনেই হাঁকালেন অর্ধশতরান। ৪৭ বলে ৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শুভমন গিল (Subhman Gill)। যদিও দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দেন যশস্বী। ৫১ বলে ১১ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী।