সন্ধ্যায় চুরি যাওয়া গয়না ও টাকার পরদিন সকালে পাওয়া গেল বাড়ির ছাদে

চুরির কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া যাবতী সামগ্রী ফিরিয়ে দিয়ে গেল চোর। ঘটনা উত্তর ২৪ পরগনার হাবরার শ্রীপুরের। শনিবার চুরি যাওয়া নগদ ও গয়না রবিবার সকালে পাওয়া গেল বাড়ির ছাদে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, পুরোটাই নাটক।

হাবরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শ্রীপুরের বাসিন্দা সুদীপ চক্রবর্তী পেশায় জেলা আদালতের করণিক। শনিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে চুরি হয় বলে অভিযোগ। তখন সুদীপবাবু ও তাঁর স্ত্রী বাইরে ছিলেন। দোতলা বাড়ির নীচের তলায় ছিলেন তাঁর বৃদ্ধা মা। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরে দোতলায় গিয়ে দেখেন ঘর লন্ডভন্ড। খোয়া গিয়েছে ৬ লক্ষ নগদ ও প্রায় ১৫ ভরি সোনার গয়না। মাথায় হাত পড়ে সুদীপবাবুর। সঙ্গে সঙ্গে হাবরা থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন তিনি। ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরিতে এলাকায় আতঙ্ক ছড়ায়।

অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। গোটা বাড়ি ঘুরে দেখেন তাঁরা। যে ঘরে চুরি হয়েছে সেটিও খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। এসব হ্যাপা পুহিয়ে গভীর রাতে ঘুমাতে যান সুদীপবাবু ও তাঁর স্ত্রী। সকালে উঠতেও একটু দেরি হয়ে যায়। সকালে উঠে বাড়ির ছাদে গিয়ে গিন্নি দেখেন, সেখানে পড়ে রয়েছে একটা পোটলা। তার ভিতরে কিছু রয়েছে। সেকথা জানান কত্তাকে। সুদীপবাবু ছাদে গিয়ে দেখেন, চুরির যাবতীয় সামগ্রী রয়েছে সেই পোটলায়। সঙ্গে সঙ্গে থানায় জানান সেকথা।

এই ঘটনায় হতবাক এলাকাবাসী। তাদের দাবি, এটা সাজানো ঘটনা হতে পারে। জনবহুল ওই এলাকায় কেউ ভরসন্ধ্যায় চুরি করে পালাবে এটা প্রায় অসম্ভব। হয় চুরির ঘটনাটি কোনও কারণে সাজানো হয়েছিল। নইলে বাড়িরই কেউ এর সঙ্গে যুক্ত। কোনও কারণে বিপদ আঁচ করে চুরির সামগ্রী ফিরিয়ে দিয়ে গিয়েছে তারা।