CFL 2023 East Bengal Won 2-1 Against Kolkata Police Athletic Club Table Topper Match Highlights

কলকাতা: ডার্বি জয়ের রেশ এখনও আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে ময়দানকে। নন্দ কুমারের দুরন্ত গোলে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan) জয়ের স্মৃতি রোমন্থনে মগ্ন লাল-হলুদ জনতা। তার মাঝেই কলকাতা লিগে (Calcutta Football League) জিতল ইস্টবেঙ্গল। সোমবার কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এল ইমামি ইস্টবেঙ্গল।          

যদিও সহজে জয় পায়নি লাল-হলুদ শিবির। বরং বেশ কষ্ট করে এসেছে জয়। ম্যাচের ১৫ মিনিটে অভিষেকের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করে দেয় পুলিশ। ৪৭ মিনিটে পুলিশের হয়ে গোল শোধ করেন জগমিৎ। তারপর বেশ চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৮৮ মিনিটের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ ফুটবলাররা। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ শেষ হয় ২-১ গোলে।

সোমবার পুলিশ অ্য়াথলেটিক ক্লাবের বিরুদ্ধে জয়ের ফলে কলকাতা ফুটবল লিগে গ্রুপ ‘বি’-র শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। নয় ম্যাচের শেষে তাদের পয়েন্ট ২১। দ্বিতীয় স্থানে আছে ভবানীপুর। অবশ্য একটি ম্যাচ কম খেলেছে ভবানীপুর। আট ম্যাচে তাদের পয়েন্ট ২০।

 

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পিভি বিষ্ণু। যিনি ৮৮ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে জয় এনে দিয়েছেন। তিনি প্রথম গোলদাতা অভিষেকের পরিবর্ত হিসেবে নামেন মাঠে। একটা সময় ইস্টবেঙ্গলের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল পুলিশ। শেষ পর্যন্ত ৮৮ মিনিটের গোলে জিতেছে ইস্টবেঙ্গল।                                                                            

 

আরও পড়ুন: নেহরার দুধের গ্লাস ফাঁকা করে দিতেন বীরু! ভারতীয় দলের কৃপণতম ক্রিকেটার কে ছিলেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial