Heavy Rain in Himachal and Uttarakhand: হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৭, আজও চলবে প্রবল বর্ষণ, লাল সতর্কতা উত্তরাখণ্ডে

মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সোলানে মৃত্যু হল কমপক্ষে সাতজনের। ভেসে গিয়েছে দুটি বাড়ি এবং একটি গোয়াল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তারইমধ্যে উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রিনাথ হাইওয়েতে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে একাধিক গাড়ি। সেই ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ভারতীয় মৌসম ভবনের যা পূর্বাভাস, তাতে দুই রাজ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ সোমবার হিমাচল এবং উত্তরাখণ্ডের একাংশে অতি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আরও পড়ুন: Shimla-Manali Tour in 9 days: মাত্র ৯ দিনেই ঘুরে আসুন শিমলা-মানালিতে, কীভাবে যাবেন? রইল পুরো ট্যুর প্ল্যান

হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি 

মেঘভাঙা বৃষ্টিতে সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদোন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছিল। তিনজন নিখোঁজ ছিলেন। সোমবার সকালে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। দুর্ভোগে থাকা মানুষদের সহায়তা প্রদানের জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Today Rain Forecast in WB: সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বাংলার কোথায় ভারী বৃষ্টি হবে? তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত

হিমাচলের মুখ্যমন্ত্রী বলেন, ‘সোলান জেলান ধাওলার জাদোন গ্রামে মর্মান্তিক মেঘভাঙা বৃষ্টির ঘটনায় সাতজনের প্রাণহানির খবর শুনে আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময় আপনাদের দুঃখ ভাগ করে নিতে চাই। এরকম কঠিন পরিস্থিতিতে দুর্ভোগে পড়া পরিবারগুলিকে যাবতীয় সহায়তার নির্দেশ দিয়েছি আমরা।’

বৃষ্টি সংক্রান্ত আপডেট 

১) হিমাচলের শিমলায় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিলাসপুর, চাম্বা, হরিমপুর, কাংড়া, কুল্লু, মাণ্ডি, শিমলা, সোলান, লাহাউল, স্পিতির মতো জেলার একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

২) উত্তরাখণ্ডের ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেরাদুন, পাউরি, তেহরি, নৈনিতাল, উধম সিংয়ের মতো এলাকায় অতি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ একটানা বৃষ্টি চলবে।

৩) এক আধিকারিক জানিয়েছেন, এবার উত্তরাখণ্ডে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন কারণে ৫২ জনের মৃত্যু হয়েছে। ৩৭ জনের মতো আহত হয়েছেন।