Indian Cricket Team: KL Rahul, Shreyas Iyer In Match Simulation Training Ahead Of Asia Cup Squad Selection

বেঙ্গালুরু: সামনেই এশিয়া কাপ। যে টুর্নামেন্টের দল নির্বাচন হবে দিন কয়েকের মধ্যে। তারপরই ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে কি সম্পূর্ণ সেরে উঠেছেন কে এল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উচ্ছ্বসিত হতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কারণ, ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং শুরু করেছেন দুই তারকা। গোটা দুয়েক প্র্যাক্টিস ম্যাচ খেলবেন তাঁরা। 

এই সপ্তাহে প্র্যাক্টিস ম্যাচগুলি খেলার কথা রাহুল ও শ্রেয়স আইয়ারের। সেই ম্যাচদুটি থেকে জাতীয় নির্বাচকদের একটা স্পষ্ট ধারণা হতে পারে ম্যাচ পরিস্থিতিতে দুজনে কেমন পারফর্ম করছেন, কতটা সাড়া দিচ্ছে তাঁদের শরীর। 

 

আগামী সপ্তাহে, ২০ অগাস্ট এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। তার আগে রাহুল ও শ্রেয়সের শারীরিক অবস্থার আপডেটের দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদেরও।

 

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘আমাদের কয়েকজন ক্রিকেটার চোট সারিয়ে দলে ফিরছে। আমরা তাদের এশিয়া কাপের দলে সুযোগ দিতে চাই। এখনই এশিয়া কাপের কথা ভাবছি না। ২৩ অগাস্ট থেকে বেঙ্গালুরুতে এক সপ্তাহের প্রস্তুতি শিবির রয়েছে। ওয়ান ডে দল হিসাবে সকলে সেখানে জড়ো হব। তারপর পরিস্থিতি বুঝে এগনো যাবে।’

 

ওয়াকিবহাল মহলের মতে, রাহুল ও আইয়ারের শারীরিক অবস্থার পরিস্থিতি দেখে নেওয়ার জন্য এশিয়া কাপের দল ঘোষণার আগে বাড়তি সময় নিচ্ছে বোর্ড। সেই কারণে দেরিতে হচ্ছে এশিয়া কাপের দল নির্বাচন।

গত ২১ জুলাই বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, রাহুল ও আইয়ার – দুই ব্যাটারই নেটে ব্যাটিং শুরু করেছেন। বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আপাতত দুজনের স্ট্রেংথ ও ফিটনেসের কসরত চলছে। তাঁদের উন্নতি দেখে সন্তোষজনক মনে হয়েছে বিশেষজ্ঞদের। এবার তাঁদের প্রস্তুতির সূচি আরও কঠোর করা হবে। দ্রুত পুরোদমে প্র্যাক্টিস শুরু করবেন দুই ব্যাটার।

ঋষভ পন্থের ফিটনেস আপডেটও দিয়েছে বোর্ড। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, দ্রুত উন্নতি করছেন ঋষভ পন্থ। নেটে ব্যাটিং ও কিপিং – দুইই শুরু করেছেন। তাঁর জন্য বিশেষ ফিটনেস সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি ড্রিল ও দৌড়। সেই সূচি মেনেই চলছে পন্থের মাঠে ফেরার লড়াই।

আরও পড়ুন: নেহরার দুধের গ্লাস ফাঁকা করে দিতেন বীরু! ভারতীয় দলের কৃপণতম ক্রিকেটার কে ছিলেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial