JU Student Death: নির্যাতনের ভিডিয়ো করা হয়েছিল, পরে মুছে ফেলেছে ধৃতরা, JU-কাণ্ডে জানাল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ব়্যাগিংয়ের নামে সমস্ত ছাত্রকে হেনস্থা করার ভিডিয়ো করে রাখা হয়। নিহত ছাত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতে সেই ভিডিয়ো ফোন থেকে মুছে ফেলেছে অভিযুক্তরা। এই ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের আরও ৬ পড়ুয়াকে তলব করেছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জনিয়েছেন, নিহত ছাত্রকে হেনস্থা করার ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল এক বা একাধিক ছাত্রের ফোনে। কিন্তু এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হতে সেই ভিডিয়ো মুছে ফেলা হয়েছে। তাই ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্তের ফোন হেফাজতে নিয়ে ফরেন্সিক পরীক্ষা করানোর ভাবনা চিন্তা করছেন তাঁরা। ওই ভিডিয়ো উদ্ধার করার চেষ্টা করবেন তাঁরা। এতে স্পষ্ট হবে ঘটনার রাতে ঠিক কী হয়েছিল। সঙ্গে কেন ওই ঘটনার ভিডিয়ো করা হয়েছিল তা জানতে জেরা করা হচ্ছে ধৃতদের।

এছাড়া এই ঘটনার তদন্তে সোমবার আরও ৬ ছাত্রকে তলব করেছেন তদন্তকারীরা। নির্যাতনের এই ঘটনা কতটা পরিকল্পিত তা জানার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। সব মিলিয়ে তদন্তকারীদের নজরে এখন ধৃতদের মোবাইল ফোন।