Priyanka Gandhi: প্রিয়াঙ্কা গান্ধী যদি বেনারস থেকে দাঁড়ান তবে মোদী… বড় দাবি করলেন সঞ্জয় রাউত

যদি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বারানসী লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি ওই আসন থেকে জিতবেনই। বড় দাবি করলেন শিবসেনা নেতা ( উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সঞ্জয় রাউত। ঠিক কী দাবি করেছেন তিনি?

সঞ্জয় রাউত জানিয়েছেন, বারাণসীর মানুষ প্রিয়াঙ্কা গান্ধীকে চান। যদি প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তবে তিনি নিশ্চিতভাবে জিতবেন। বারাণসীর মানুষ প্রিয়াঙ্কা গান্ধীকে চান। বিজেপির কাছে রায়বেরেলি, বারাণসী, আমেথি এটা যথেষ্ট কঠিন লড়াই।

প্রসঙ্গত বারাণসী কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন থেকে লড়াই করার জন্য জানিয়েছেন। কিন্তু সেই লড়াইতে শেষ পর্যন্ত কে সফল হন সেটা নিয়ে অবশ্য অন্য় বিতর্ক। তবে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নতুন ইস্যু তুলে দিলেন সঞ্জয় রাউত।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, শরদ পাওয়ার ও অজিত পাওয়ার সম্পর্কেও তিনি মন্তব্য করেছিলেন। যদি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হতে পারে তবে শরদ পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের কেন দেখা হবে না?

শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের মিটিং নিয়ে জল্পনা প্রসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন, আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের মধ্য়ে দেখা হয়েছিল। গতকাল তাদের মধ্য়ে কথাবার্তা হয়েছিল বলে খবর। তবে শরদ পাওয়ার এনিয়ে খুব শীঘ্রই জানাবেন। আমার মনে হচ্ছে শরদ পাওয়ার অজিত পাওয়ারকে ইন্ডিয়া জোটের মিটিংয়ের ব্যাপারে ডাকবেন।

সঞ্জয় রাউত জানিয়েছেন, রাজনীতিতে সব কিছুই সম্ভব। অজিত পাওয়ার, দেবেন্দ্র ফড়নবীশ আর মহারাষ্ট্রের মানুষ এই সরকারের প্রতি খুশি নন।

প্রসঙ্গত এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের মিটিংকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এনিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তবে এনিয়ে শরদ পাওয়ারকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তিনি সেই প্রসঙ্গে জানিয়েছিলেন, যখন কোনও মিটিং কারোর বাড়িতে হয় তখন সেটা গোপন থাকে কী করে?