SC on Viral Fake Post: স্বাধীনতা দিবসের আগে প্রধান বিচারপতির ছবি ব্যবহার করে ভুয়ো পোস্ট ভাইরাল, সুপ্রিম কোর্ট কী জানাল?

সদ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এক পোস্ট ঘিরে এবার ঘটনার সত্যতা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পোস্টটি যে ভুয়ো তা সোমবার স্পষ্ট করেছে দেশের শীর্ষ আদালত। যে পোস্ট ঘিরে এই শোরগোল, সেখানে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছবি ছিল। আর সেই পোস্টে বার্তা দেওয়া হয়েছিল যে, জনতাকে একজোট হয়ে ‘স্বেচ্ছ্বাচারী সরকারের’ বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। ওই পোস্ট ভুয়ো বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

ভুয়ো পোস্টটিতে ট্যাগ লাইনে লেখা রয়েছে ‘ইন্ডিয়ান ডেমোক্রেসি সুপ্রিম কোর্ট জিন্দাবাদ’। এরপর ওই পোস্টে দেখা যায়, লেখা রয়েছে যে, দেশের প্রধান বিচারপতি সকলকে আহ্বান জানাচ্ছেন যাতে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ। পোস্টে দেশের জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ‘দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর’ কথা বলা হচ্ছে। ভুয়ো পোস্টে বলা হচ্ছে, ওই আহ্বান জানিয়েছেন স্বয়ং দেশরে সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেখানে লেখা রয়েছে ‘আমরা দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সকলে মিলে একজোট হওয়া দরকার, রাস্তায় বের হওয়া দরকার, সরকারকে জিজ্ঞাসা করা দরকার তাঁদের অধিকার নিয়ে। এই স্বৈরাচারী সরকার মানুষকে ভয় দেখাবে। হুমকি দেবে। তবে ভয় পাওয়ার দরকার নেই। সঙ্গে সাহস ধরে রাখুন। সরকারকে জিজ্ঞাসা করুন। আমি আপনাদের সঙ্গে রয়েছি।’ এই বক্তব্য তুলে ধরে গোটা পোস্টটি দেশের প্রধান বিচারপতির ছবি সমেত প্রকাশ্যে আসে। আর তা ভাইরাল হওয়ার পরই সুপ্রিম কোর্ট জানায় এই পোস্ট ভুয়ো।

(আরও পড়ুন অন্য খবর-  ISRO on India’s First Sun Mission: চাঁদ ছোঁয়ার অপেক্ষার মাঝে ইসরোর নজরে সূর্য! Aditya L1কে ঘিরে তৎপরতা শুরু)

(আরও পড়ুন অন্য খবর- Vastu Tips: সংসার, অফিসের ঝামেলায় রাতে ঘুম আসে না? বাস্তুমতে এই পন্থা মানলেই পাবেন শান্তি, মিলবে আরাম)

মণিপুরের সমাজকর্মী ড. লামতিনথাম হাওকিপ এই পোস্ট শেয়ার করেছেন। এদিকে, সুপ্রিম কোর্ট বলছে, পোস্টটি শুধু ভুয়োই নয়, এটি ‘অসৎ উদ্দেশ্য এবং দুষ্ট মনোবৃত্তির’ ফসল। এদিকে, বিভিন্ন ফ্যাক্ট চেক সাইটও জানাচ্ছে, এমন কোনও বক্তব্য দেশের প্রধান বিচারপতি কোথাও করেননি।এদিকে, স্বাধীনতা দিবসের আগে প্রচারিত এই পোস্টের মূল সূত্র কোথায়, তা নিয়ে রয়েছে প্রশ্ন।