কলকাতার পুলিশ কমিশনারকে বীরত্বের পুরস্কার দিল কেন্দ্র! পেলেন বাংলার ২৬ জন

প্রতি বছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র ও রাজ্য পুলিশকে বীরত্ব ও অদম্য সাহসিকতার জন্য পদক দিয়ে সম্মানিত করা হয়। এ বছর কেন্দ্র ও রাজ্য পুলিশের ৯৫৪ জন পদকপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার মধ্যে পশ্চিমবাংলা থেকে এ বছর পদক পেয়েছেন ২৬ জন পুলিশ আধিকারিক এবং কর্মী। সেই তালিকায় রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আইজি রাজেশ কুমার যাদব-সহ একাধিক পুলিশ আধিকারিক।

জানা গিয়েছে, সাহসিকতার জন্য শৌর্য পুরস্কার পেয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং আইজি রাজেশ কুমার। এছাড়াও একজন এসআই, একজন এএসআই এবং একজন কনস্টেবল এই পদক পেয়েছেন। তাঁদের নাম হল যথাক্রমে বৈদূর্য ঘোষ, অভিজিৎ ঘোষ এবং অমিত চট্টোপাধ্যায়। দেশের মোট ২২৩ জন পুলিশ আধিকারিক এবং কর্মী এই পদক পেয়েছেন। 

আরও পড়ুন: ‘চিফ মিনিস্টার’স মেডেল পাচ্ছেন রাজ্যের ছয় পুলিশ কর্তা

এছাড়া, এবার রাষ্ট্রপতি পদক পেয়েছেন দেশের ৮২ জন পুলিশ। সেই তালিকায় রয়েছেন কলকাতার পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সৌম্য বন্দ্যোপাধ্যায়। বিশেষ পরিষেবার জন্য এই পদক দেওয়া হয়। অন্যদিকে, প্রশংসনীয় কাজের জন্য সারা দেশ থেকে এ বছর ৬৪২ জন পুলিশকে পদক দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ২০ জন পুলিশ আধিকারিক এবং কর্মী এই পদক পেয়েছেন। এই তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম কমিশনার অশেষ বিশ্বাস। 

এছাড়া রয়েছেন লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি শাখার ওসি নীলকণ্ঠ রায় থেকে শুরু করে আরও একাধিক পুলিশ আধিকারিক এবং কর্মী। তবে সাহসিকতার জন্য এবার একজনই রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি পদক পেয়েছেন। তিনি হলেন এক সিআরপিএফ অফিসার। শুধুমাত্র একজনই এই পদক পেয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো বীরত্বের পদক পেয়েছেন।

এছাড়া বীরত্বের জন্য জম্মু ও কাশ্মীরে ৭১ জন পুলিশ আধিকারিক ও কর্মী এবং উত্তর-পূর্ব অঞ্চলের ১১ জন বীরত্বের জন্য পদক পেয়েছেন। স্বাধীনতা দিবসে বীরত্বের জন্য পদক জয়ের তালিকায় এগিয়ে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ । এছাড়া, মহারাষ্ট্র পুলিশের ৩৩ জন, ২৭ জন সিআরপিএফ জওয়ান এবং ছত্তিশগড় পুলিশের ২৪ জনকে এই পদক দেওয়া হবে। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে কৃতিত্বপূর্ণ কাজের জন্য দেশের ৬৬৮ জন পুলিশ কর্মী পদক পেয়েছিলেন। তাঁদের সম্মানিত করেছেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যার মধ্যে বাংলার ২২ জন পুলিশ আধিকারিক ও কর্মী পদক পেয়েছিলেন।