জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বরিশালের মুলাদী উপজেলায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে জেঠাতো ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদ্রাসার হাট এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় রায়হানের ভাই ইমরানকেও কুপিয়ে জখম করা হয়।

নিহত রায়হান সরদারের বয়স ১৭। উপজেলার পাতারচর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে তিনি। আর অভিযুক্ত ইয়াসিন সরদার রায়হানের জেঠা করিম সরদারের ছেলে।  

সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রায়হানের সঙ্গে জেঠা করিম সরদারের বাড়ির মধ্যবর্তী সীমানার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে করিম ও তার ছেলে ইয়াসিন বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে যান। এ সময় রায়হান ও তার ভাই ইমরান বাধা দেন। এ নিয়ে করিম ও ইয়াসিনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে রায়হানের ঘাড়ে ও পিঠে এবং ইমরানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন ‍ইয়াসিন। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। ইমরানকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান।  

চেয়ারম্যান আরও বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ইয়াসিন ও করিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।’ 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’   

তিনি বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করবে বলে জানিয়েছে।