Diamond Hunting Viral News: মাটি খুঁড়লেই মিলছে হিরে! বড়লোক হওয়ার আশায় এই গ্রামে ভিড় বহু মানুষের

মাটি খুঁড়ে একটি বিশাল হিরে মিলেছে। যার দাম প্রায় ৬০ লাখ টাকা। আর যে গ্রামে এই ঘটনা ঘটেছে, এখন সেখানেই আরও হিরের লোভে ভিড় জমাচ্ছেন গোটা রাজ্যের মানুষ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার গুড়িমেটলা গ্রামে। একটি পরিবার সৌভাগ্যক্রমে মাটি খুঁড়ে এক বিশাল হিরে পেয়েছে। স্থানীয় এক গয়না ব্যবসায়ী সেই হিরের জন্য ৪০ লাখ টাকার প্রস্তাব দিয়েছেন। যদিও পাথরটার আসল দাম নাকি আরও বেশি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকে গুড়িমেটলায় ভিড় জমান অনেকে। মাটি খোঁড়া শুরু হয়। যে যেখানে পেরেছেন খুঁড়েছেন। শুধু পড়শি গ্রাম থেকেই নয়, অন্ধ্রের বিভিন্ন জায়গা থেকেই এই গুড়িমেটলা গ্রামে এসে বাজির হয়েছেন বহু মানুষ। সবারই আশা, মাটি খুঁড়ে ভাগ্য যেন খুলে যায়। এদিকে শুধু এই একটি ঘটনা নয়, এই গ্রামে নাকি সাম্প্রতিককালে এই ধরনের আরও একাধিক ঘটনা ঘটেছে যেখানে মাটি খুঁড়ে হিরে মিলেছে।

জানা গিয়েছে, গুন্টির জেলার সত্তেনাপল্লি শহরের এক পরিবার গুড়িমেটলা গ্রামে এসেছিল। এই গ্রামে তাদের আদিবাড়ি। তাই প্রতি বছরই একবার করে এই গ্রামে তারা আসেন। সে মতোই এবারও গ্রামে এসেছিল সেই পরিবারটি। সেখানে গত শনিবার মাটি খুঁড়তে গিয়ে এই হিরেটে তাদের হাতে আসে। এই গুড়িমেটলা গ্রামটি অবস্থিত কৃষ্ণা নদীর তীরে। মনে করা হচ্ছে, এই হিরের দাম প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা। তবে স্থানীয় এক ব্যবসায়ী ৪০ লখ টাকা দিয়ে পাথরটি কিনতে চয়েছেন। যদিও পরিবার সেই দামে পাথরটি বিক্রি করেনি।

এদিকে রিপোর্ট অনুযায়ী, এই নিয়ে গুড়িমেটলা গ্রামে মাটি খুঁড়ে হিরে পাওয়ার এটি তৃতীয় সাম্প্রতিক ঘটনা। আর এই খবর ছড়িয়ে পড়তেই এই গ্রামে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে হাজির হয়েছেন বহু মানুষ। অনেকেই গ্রামের মাটি খুঁড়তে শুরু করেছেন। তারপর অতি সাবধানে সেই মাটি হাত দিয়ে খতিয়ে দেখছেন। যদি তার মধ্যে পাওয় যায় একটি হিরে। গ্রামের বড় মাঠর পাশি লাইন দিয়ে মোটরবাইক দাঁড় করিয়ে যুবক থেকে প্রৌড়কে মাটি খুঁড়তে দেখা গিয়েছে এই গ্রামে। উল্লেখ্য, এই গ্রামে হিরের খোঁজে এভাবে মাটি খোঁড়ার ঘটনা বহু বছর ধরেই চলে আসছে। মানুষের বিশ্বাস, এই গ্রামের মাটির তলায় ছড়িয়ে ছিঁটয়ে রয়েছে বহু হিরে। অবশ্য, ধারণা যে একদম ভুল নয়, তা সাম্প্রতিককালেই জানা গিয়েছে। এর আগে গতবছর অন্ধ্রের রায়ালসীমা এলাকায় এক কৃষক মাটি খুঁড়ে ২ কোটি মূল্যের এক হিরে পেয়েছিলেন। উল্লেখ্য, বিজয়নগর সাম্রাজ্যের সময় এই এলাকা থেকে হিরের ব্যবসা হত বহু দেশে।