Independence Day 2023 LIVE: লালকেল্লায় জাতীয় পতাকা উন্মোচন মোদীর, বায়ুসেনার হেলিকপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি

আজ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে লালকেল্লা সেজে উঠেছে। আজ লালকেল্লায় আমন্ত্রিত সাধারণ ভারতবাসী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতীয় পতাকা উত্তোলন করবেন, সেই মুহূর্তের সাক্ষী থাকতে মোট ১,৮০০ জন সাধারণ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে দু’বছর আগে দেশের ৭৫ম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতকে নিয়ে নয়া অঙ্গীকারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, আজ ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সেই অঙ্গীকারকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

15 Aug 2023, 07:38:01 AM IST

গান্ধীর পাশাপাশি ভগত সিংকেও শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

নরেন্দ্র মোদী: পুজনীয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছোড়ো আন্দোলন এবং ভগত সিং, সুখদেবের মতো স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের ফলে আমরা স্বাধীন। সেই সময় দেশের সবাই স্বাধীনতার জন্য লড়েছেন। তাঁদের সবাইকে আমি সম্মান জানাই।  

15 Aug 2023, 07:35:43 AM IST

জাতীয় পতাকার উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

লালকেল্লা থেকে জাতীয় পতাকার উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেজে উঠল জতীয় সংগীত। বায়ুসেনার হেলিকপ্টার লালকেল্লার ওপর দিয়ে পুষ্পবৃষ্টি করে গেল। 

15 Aug 2023, 07:21:31 AM IST

লালকেল্লায় পৌঁছলেন মোদী

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

15 Aug 2023, 07:19:29 AM IST

লালকেল্লায় শাহ, অন্যান্য মন্ত্রীরা 

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে লালকেল্লায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। 

15 Aug 2023, 07:15:58 AM IST

গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের সকাল সকাল রীতি অনুযায়ী রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

15 Aug 2023, 06:56:13 AM IST

আর কিছুক্ষণে শুরু অনুষ্ঠান, নিষিদ্ধ বেলুন থেকে ড্রোন

সকাল ন’টায় আনুষ্টানিকভাবে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এই পুরো সময়ে দিল্লিকে ‘নো ফ্লাইং’ জোন ঘোষণা করা হয়েছে। এয়ার বেলুন, ড্রোন সব নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানের সমাপ্তির পর ঘুড়ি ওড়ানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

15 Aug 2023, 06:54:35 AM IST

লালকেল্লায় উপস্থিত হবেন ৩০ হাজার মানুষ

স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি এবং ভিআইপি-সহ প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতি থাকবে লালকেল্লা চত্বরে। আর সেই দিকে খেয়াল রেখেই, দিল্লি পুলিশ টহলের পাশাপাশি গাড়িতে চেকিংও বাড়িয়েছে। 

15 Aug 2023, 06:53:01 AM IST

দিল্লির নিরাপত্তা জোরদার করা হয়েছে

রাজধানী দিল্লিকে আজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ৪০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী, অ্যান্টি-ড্রোন ব়্যাডার, অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক, ফেসিয়াল রিকগনিশন সিসিটিভি ক্যামেরা-সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

15 Aug 2023, 06:51:04 AM IST

দেশবাসীকে সকাল সকাল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা মোদীর

আজ সকালে এক্স (পূর্বতন টুইটার) বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে লেখেন, ‘সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকারকে ফের একবার তুলে ধরতে চাই আমরা। জয় হিন্দ!’

15 Aug 2023, 06:51:05 AM IST

আজ লালকেল্লায় আমন্ত্রিত সাধারণ ভারতবাসী

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতীয় পতাকা উত্তোলন করবেন, সেই মুহূর্তের সাক্ষী থাকতে মোট ১,৮০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় আক্ষরিক অর্থেই দেশের সাধারণ মানুষ আছেন। সরকারের ‘জন ভাগীদারি কর্মসূচি’-র সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে। যে তালিকায় আছেন শিক্ষক, মৎস্যজীবী, শ্রমিক, খাদি শিল্পীরাও।

15 Aug 2023, 06:51:05 AM IST

ভারতীয় কামানেই হবে আজকের গান স্যালুট

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দুক দিয়েই এবার গান স্যালুট হবে লালকেল্লায়। প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা দিতেই ভারতীয় কামান ব্যবহার করা হবে। এর আগে বিগত সাড়ে সাত দশর ধরে ব্রিটিশ ২৫ পাউন্ডার ব্যবহার করেই আজকের দিনে গান স্যালুট দেওয়া হত।