Nuh Violence: হরিয়ানা হিংসায় ধৃত বিট্টু বজরঙ্গি, ভিডিয়ো তৈরি করে ছড়াতেন বিষ

হরিয়ানা নুহতে ভয়াবহ হিংসা। সেই হিংসার ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই ঘটনায় এবার বিট্টু বজরঙ্গি বলে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফরিদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আবার নিজেকে গোরক্ষক বলে দাবি করেছেন। বিট্টুর বিরুদ্ধে আগেই এফআইআর করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল তাকে।

এদিকে সপ্তাহ দুয়েক আগে বিট্টু সংবাদমাধ্য়মের সামনে জানিয়েছিলেন, সোশ্য়াল মিডিয়ায় আমার বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।

তবে বিট্টুর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার নানা অভিযোগ উঠছিল। ডাবুয়া, ধনুজের মতো থানাও তার বিরুদ্ধে তদন্ত করছিল। তিনি নানা আপত্তিকর উপকরণ দিয়ে ভিডিয়ো করে ছড়িয়ে দিচ্ছিল বলে অভিযোগ।

ঠিক কী হয়েছিল হরিয়ানার নুহতে?

৩১ জুলাই নুহতে ব্রিজ মণ্ডল যাত্রা বের হয়েছিল হরিয়ানার নুহতে। সেই সংক্রান্ত নানা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই সমস্ত ভাইরাল ভিডিয়োতে বিট্টু বজরঙ্গিকেও দেখা গিয়েছে। তিনি যেসব কথা বলতেন তাতে একেবারে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। এর জেরেও এলাকায় ক্ষোভ ছড়াতে থাকে। সেই ক্ষোভই আছড়ে পড়েছিল ব্রিজ মণ্ডল যাত্রার উপর। এর জেরে নুহতে ভয়াবহ হিংসা ছড়ায়। প্রায় ৬ ঘণ্টা ধরে এই কাণ্ড হয়। হাজার হাজার মানুষ সাইবার থানার সামনে জড়ো হয়ে যায়। এরপর শুরু হয় ভাঙচুর।

একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয়। থানার দেওয়াল ভেঙে দেওয়া হয়। আধা সামরিক বাহিনীকে নামাতে হয় এলাকায়। দুজন হোম গার্ড সহ ৬জন মারা যান। নুহ এলাকার ওই হিংসা ফরিদাবাদ পালওয়াল, গুরগাঁওতেও ছড়িয়ে পড়েছিল।

এদিকে বিভিন্ন ধারায় বিট্টুর বিরুদ্ধে মামলা করা হয়। অস্ত্র আইনেও মামলা করা হয়। বুধবার তাকে আদালতে পেশ করা হবে।

হরিয়ানার নুহতে যে হিংসা ছড়িয়েছিল তার রেশ ছিল কয়েকদিন। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।