Rain Forecast on 16th and 17th August: লম্বা ছুটির পর অফিসের প্রথমদিনে ভারী বৃষ্টি ৭ জেলায়, বৃহস্পতিতেও হবে প্রবল বর্ষণ

লম্বা ছুটির পর অবশেষে বুধবার অফিস খুলতে চলেছে। অনেকেই শুক্রবার অফিস করে ছোটখাটো ট্যুরে চলে গিয়েছিলেন। শনিবার এবং রবিবার এমনিতেই ছুটি ছিল। আর অনেকেই সোমবার ছুটি জোগাড় করে ঘুরতে গিয়েছিলেন। সেই ছোটখাটো ছুটির পর বুধবার থেকে অফিসে অফিসে যাওয়ার প্রথমদিনেই ভারী বৃষ্টি হতে চলেছে। তবে বুধবার পশ্চিমবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হবে না। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আরও বেশি সংখ্যক জেলায় ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: দুবাই ও স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লগ্নি টানতে কি বিদেশ সফর?

বুধবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে?

১) বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, লম্বা উইকেন্ডের পর প্রথম কর্মদিবসে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্কুল শিক্ষক–শিক্ষিকাদের পদোন্নতির সুযোগ করতে চলেছে নবান্ন, জোর আলোচনা

২) বুধবার আবার উত্তরবঙ্গের তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে – পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। ওই জেলাগুলির একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

৪) বৃহস্পতিবার উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুডি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

৫) বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।