Shantanu Thakur: স্বাধীনতা আর ইন্ডিপেন্ডেন্স এক নয়! দিনটার নাম হওয়া দরকার… জানালেন শান্তনু ঠাকুর

উত্তর ২৪ পরগনার পেট্রোপোল বন্দরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিন নানা অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে দিনটিকে পালন করা হয়। এদিন ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এলপিএআই ম্য়ানেজার কমলেশ সাইনি কেন্দ্রীয় মন্ত্রীর হাতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি তুলে দেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, স্বাধীনতা আর ইন্ডিপেন্ডেন্স এক নয়। স্বাধীনতা হল মুক্তি পাওয়া আর ইন্ডিপেন্ডেন্স হল স্বনির্ভর হওয়া। আমরা ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছি। স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা ছিনিয়ে নিয়েছি।

কার্যত অনেকের মতে কারোর উপর নির্ভরশীলতা নয়, নিজের উপর আস্থা, স্বনির্ভর হওয়া এটাই যেন ইন্ডিপেন্ডেন্সের বার্তা। আর সেই বার্তাই এদিন উঠে এল কেন্দ্রীয় মন্ত্রীর কথায়।

এদিন সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আজ হল ইন্ডিপেন্ডেন্স ডে। আমি আমার বক্তব্যে তুলে ধরেছি, এটা লিবার্টি অফ ইন্ডিয়া হওয়া উচিত। স্বাধীনতা আর ইন্ডিপেন্ডেন্স এক নয়। কারণ স্বাধীনতা হল মুক্তি। আর ইন্ডিপেন্ডেন্স হল স্বনির্ভর হওয়া। আমরা বৃটিশদের শৃঙ্খলা থেকে মুক্ত হয়েছি। স্বাধীনতা আমরা পেয়েছি। ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দেয়নি। আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ওরা ওদের কুকর্মকে ঢেকে এটাকে ইন্ডিপেন্ডেন্স ডে বানাতে চায়। আমরা প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এটা আমাদের গৌরব।

সেই সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমাদের পেট্রাপোল বর্ডার যেভাবে উন্নত হচ্ছে যেভাবে সুরক্ষা ব্যবস্থা রয়েছে তাতে আমরা সুরক্ষিত রয়েছি বলে অনুভব করি। আমাদের জওয়ানরা ভালো কাজ করছেন। এখানকার পারফরম্যান্স খুব ভালো। এটা এশিয়ার অন্যতম বড় স্থলবন্দর। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন। প্রধানমন্ত্রীর বাস্তবতা এখানে ফুটে উঠেছে। আজকের দিনে আমাদের তাঁদেরকে স্মরণ করা দরকার যাঁরা আমাদের স্বাধীনতা এনেছিলেন। তাঁদের জন্য় এই দিনটাকে উৎসর্গ করা দরকার।