Bangla Jokes Collection: ছুটি শেষ! আজ পড়ুন দিনের সেরা ৫ জোকস, কাজ শুরু করুন খুশি মনে

১। এক লোক অনেক দিন ধরে চুলকানির সমস্যায় ভুগছে। একদিন সে গেল এলাকার এক হাতুড়ের কাছে। হাতুড়ে ডাক্তার রোগীর রোগের ইতিহাস শুনে অনেক ক্ষণ চিন্তাভাবনা করে এক ডোজ ওষুধ দিল।

রোগী খুশি হয়ে বলল, ‘এবার আমার চুলকানি চিরতরে সারবে তো?’

হাতুড়ে বেশ গম্ভীর হয়ে বললেন, ‘এটা চুলকানি সারার ওষুধ না।’

রোগী অবাক হয়ে বলল, ‘এটা চুলকানি সারার ওষুধ না তো কীসের ওষুধ?’

হাতুড়ে আগের মতোই বললেন, ‘এই ওষুধটা আমি দিয়েছি আপনার নখ বড় হওয়ার জন্য, যাতে চুলকিয়ে আরাম পান।’

(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন! সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন প্রাণভরে)

২। উকিল: তাহলে মাথায় আঘাত পেয়ে আপনার স্মৃতিশক্তির ক্ষতি হয়েছিল?

সাক্ষী: হ্যাঁ।

উকিল: কী ধরনের ক্ষতি হয়েছিল তা বলতে পারবেন?

সাক্ষী: আমি ভুলে গেছি।

উকিল: আপনি ভুলে গেছেন? আচ্ছা, কী কী ভুলে গেছেন সেটা একটু বলতে পারবেন?

(আরও পড়ুন: বৃষ্টিতে ভেজা একটা ছুটির দিন! সন্ধ্যাটা মজাদার করতে পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। একদিন দুই বন্ধু বসে গল্প করছে-

শ্যাম: তুমি সারা দিন মোবাইল ফোনে গেম খেল কেন?

পল্টু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।

(আরও পড়ুন: উইকেন্ডের মজা বাড়াতে চান? শনিবার বিকেলে পড়ুন সেরা ৫ জোকস)

৪। পাওনাদার: আমার পাওনা টাকা দেবেন কি না বলুন?

অরুণাভ: আজ পারছি না, কাল দিয়ে দেব।

পাওনাদার: ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুণি টাকা দিতে হবে।

অরুণাভ: দেব না, কী করবেন?

পাওনাদার: কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের বলব যে আমার পাওনা টাকা আপনি মিটিয়ে দিয়েছেন।

(আরও পড়ুন: শুক্রবার মানে কাজের শেষ, ছুটির শুরু! এই দিনে পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)

৫। কর্মী: স্যর, আজ দুপুরের পর আমাকে কিছু ক্ষণের ছুটি দেবেন? আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং-এ যেতে হবে।

বস: না, কোনও ছুটি নেই।

কর্মী: আপনি আমাকে বাঁচালেন, স্যর। আপনাকে অনেক ধন্যবাদ।