Digital India: ১২ কোটি কলেজ পড়ুয়ার জন্য সাইবার কোর্স, ১৪,৯০৩ কোটি টাকার ডিজিটাল ইন্ডিয়া

সপ্তর্ষি দাস

ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সম্প্রসারণ। ১৪,৯০৩ কোটির প্রকল্প।ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও চাঙা করতে নয়া উদ্যোগ। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এনিয়ে জানিয়েছেন, ৬.২৫ লাখ আইটি পেশাদারিকে ফের আরও দক্ষ করে তোলা হবে। ইনফরমেশন সিকিউরিটি অ্য়ান্ড এডুকেশন অ্যাওয়ারনেস ফেজ প্রোগ্রামের আওতায় ২.৬৫ লাখজনকে প্রশিক্ষণ দেওয়া হবে। UMANG App-এর আওতায় ৫৪০টি অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। এই অ্যাপের আওতায় বর্তমানে ১৭০০ পরিষেবা মেলে। ন্যাশানাল সুপার কম্পিউটার মিশনে আরও সাতটি নয়া সুপার কম্পিউটারকে যুক্ত করা হচ্ছে।

সেই সঙ্গেই মন্ত্রী জানিয়েছেন, সাইবার সুরক্ষার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে । তিনি জানিয়েছেন, ১২ কোটি কলেজ পড়ুয়ার জন্য সাইবার সচেতনতার কোর্স করানো হবে। ন্যাশানাল সাইবার কো অর্ডিনেশন সেন্টারের মাধ্য়মে সাইবার সুরক্ষার ক্ষেত্রে বড় উদ্যোগ নেওয়া হবে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভাষিনী নামের বিশেষ অ্যাপের মাধ্য়মে আরও ৮টা ভাষায় অনুবাদের সুযোগ মিলবে। বর্তমানে কেবলমাত্র ১০টা ভাষায় অনুবাদ করা যায়।

ন্যাশানাল নলেজ নেটওয়ার্ককে ১৭৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য়ে ছড়িয়ে দেওয়া। সব মিলিয়ে ডিজিটাল ইন্ডিয়ার ধারনাকে সার্বিকভাবে আরও উন্নত করার জন্য নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। এব্যাপারে প্রযুক্তিগত ক্ষেত্রে আরও উন্নতির জন্য় উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০১৫ সালের ১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিজিটাল ইন্ডিয়ার কর্মসূচির সূচনা করেছিলেন। এরপর ধাপে ধাপে সেই ডিজিটাল ব্যবস্থার উন্নতি করা হয়। তবে এবার একেবারে বিরাট বদল আসতে চলেছে ডিজিটাল ইন্ডিয়ায়।